Advertisement
Advertisement

আলিঙ্গন প্রসঙ্গে বাকযুদ্ধ থেকে বিরত থাকার সিদ্ধান্ত রাহুল গান্ধীর

ভালবাসা দিয়ে দেশ গড়ব, টুইট রাহুল গান্ধীর৷

Rahul Gandhi to tackle PM Modi with love
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2018 5:16 pm
  • Updated:July 21, 2018 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষাকালীন অধিবেশনে সংসদে বক্তব্য রেখে শুক্রবারই মোদিকে জড়িয়ে ধরেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ রাজনীতিতে এমন সম্প্রীতির ছবি আগে দেখা যায়নি৷ অনাস্থা ভোটাভুটিতে জিতেছেন মোদি৷ কিন্তু এই ভালবাসার বার্তা দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন কংগ্রেস সভাপতি৷ রাজনীতির আঙিনার প্রথম ব্যতিক্রমী মুহূর্তের জন্য রাহুলের প্রশংসায় সরব শিব সেনা৷ তবে কোনও প্রশংসাতেই কান দিতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাহুলের জড়িয়ে ধরার পদক্ষেপকে মোটেও ভাল চোখে দেখছেন না তিনি৷ অগ্নিশর্মা হয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাহুলের তাঁর চেয়ারের প্রতি বেশি নজর ছিল বলে মন্তব্যও করেছেন তিনি৷

[শাসককে আলিঙ্গন বিরোধীর, গণতন্ত্রের নজিরবিহীন মুহূর্ত উপহার রাহুলের]

তবে প্রধানমন্ত্রী যতই রেগে যান৷ যতই তাঁর প্রতি অপশব্দ ব্যবহার করুন না কেন মোদি, নিজের অবস্থানে অনড় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ শনিবার টুইটে রাহুল জানান, ঘৃণার জবার ভালবাসা দিয়েই দেবেন তিনি৷ টুইটারে কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘‘আলিঙ্গনের জবাবে নিজের মতামত প্রচারে ঘৃণা, ভয় ও ক্রোধের ব্যবহার করছেন প্রধানমন্ত্রী। হৃদয়ে ভালবাসা ও দরদ নিয়েই আমরা দেশ গঠন করব।’’

Advertisement

[আস্থা ভোটের আগে মোদিকে অল আউট অ্যাটাক রাহুলের, বক্তব্যে বাঁধা বিজেপির]

শুক্রবার বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে লোকসভার অধিবেশনে প্রায় ১২ ঘণ্টা ধরে চলে বিতর্ক। বিতর্ক শেষে প্রত্যাশিভভাবেই অনায়াসে জয়লাভ করে কেন্দ্রের শাসক দল। এনডিএ-র পক্ষে ভোট দিয়েছেন ৩২৫ জন সাংসদ। ১২৬টি ভোট পেয়েছে বিরোধী শিবির। তার আগে নিজের ভাষণে মোদিকে আক্রমণ করার পর আলিঙ্গনাবদ্ধ হয়ে ‘গান্ধীগিরি’ দেখান কংগ্রেস সভাপতি। কিছুক্ষণ পর চোখ মারতেও দেখা যায় রাহুলকে। এ নিয়েই কংগ্রেস সভাপতিকে নিশানা করেন নরেন্দ্র মোদি। বলেন, ‘‘গোটা দেশ টিভিতে চোখের খেলা দেখেছে। কীভাবে চোখ খুলছেন, বন্ধ করছেন সেটা সকলের কাছে স্পষ্ট। আজ সত্যকে পিষে দিয়েছেন উনি৷’’  

[প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করে শাস্তির মুখে রাহুল গান্ধী]

যে কোন ইস্যুতে রাজনীতির ময়দানে বাকযুদ্ধ লেগেই থাকে৷ কিন্তু বিশেষজ্ঞ মহলের মতে, মোদির পালটা হিসাবে রাহুলের বাকযুদ্ধ থেকে বিরত থাকার বার্তা রাজনীতিতে অনন্য নজির বলা যেতেই পারে৷  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement