Advertisement
Advertisement

আলোচনার পরিবেশ বজায় রাখুন, বিরোধীদের কাছে আর্জি মোদির

কিন্তু কৃষকদের ঋণ মুকুবের বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি৷

Rahul Gandhi meets PM Modi over farmers' demands
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 16, 2016 1:55 pm
  • Updated:December 16, 2016 1:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ইস্যুতে একদিকে যখন গোটা দেশ উত্তাল তখন রাজনৈতিক দলগুলি ক্রমাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তের বিরোধিতা করে চলেছেন৷ সম্প্রতি তাঁর বিরোধিতা করতে গিয়ে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বলেন, তাঁর কাছে মোদির ব্যক্তিগত দুর্নীতির বহু তথ্য রয়েছে৷ সেই তথ্যই তিনি ফাঁস করে দিতে চান৷ কিন্তু এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মোদির সঙ্গে দেখা করার উদ্যোগ নিলেন রাহুল৷ উত্তরপ্রদেশের কৃষকদের দুর্দশা এবং তাঁদের ঋণের বোঝা কমানোর জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন রাহুল৷ শুক্রবার রাহুলের নেতৃত্বে কংগ্রেসের একটি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন৷

এদিন আলোচনার পর কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁদের সব কথাই শুনেছেন৷ কিন্তু কৃষকদের ঋণ মুকুবের বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি৷

Advertisement

অন্যদিকে প্রধানমন্ত্রী কংগ্রেসের সঙ্গে এই বৈঠকের পর বলেছেন, “বিরোধী দলগুলি এমন করেই আলোচনায় অংশগ্রহণ করতে পারে৷ বিরোধীদের উচিত মাঝেমধ্যেই এমন আলোচনার পরিবেশ রাখা উচিত৷ আলোচনার মাধ্যমেই বহু সমস্যার সমাধান সম্ভব৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement