Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi PM TMC

‘ইন্ডিয়া’কে মুজাহিদিনের সঙ্গে তুলনা করতেই মোদিকে তোপ রাহুল-ডেরেকের, পালটা হিমন্তের

'গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর মুখে এমন মন্তব্য অবিশ্বাস্য', দাবি তৃণমূলের।

Rahul Gandhi, TMC slams PM remark of comparing INDIA with terror outfit | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 25, 2023 3:55 pm
  • Updated:July 25, 2023 3:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীদের ইন্ডিয়া (INDIA) জোটকে জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের ‘সমান’ বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তারপরেই পালটা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিরোধীদের যেভাবেই আক্রমণ করুন না কেন তাতে ইন্ডিয়া থেমে থাকবে না। মণিপুরকে সারিয়ে তুলবে ইন্ডিয়া জোট। একই মত তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনেরও (Derek O Brien)। তিনি টুইটে বলেছেন, আসলে মণিপুর থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই বিরোধী জোটকে জঙ্গিদের সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী। বিবৃতি দিয়ে এই কথা জানায় তৃণমূল কংগ্রেসও।

মঙ্গলবার দলের সংসদীয় বৈঠকে বিরোধীদের সম্পর্কে বলতে গিয়ে মোদির মন্তব্য, INDIA নাম থাকলেই দেশভক্ত হওয়া যায় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও ছিল ইন্ডিয়া। জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন নামের মধ্যেও রয়েছ ইন্ডিয়া। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দা শুরু হয়। রাহুল গান্ধী টুইট করে বলেন, “মোদিজী আমাদের যা খুশি বলুন, আমরা ইন্ডিয়া। মণিপুরকে আমরা সারিয়ে তুলব, মা-বোনদের চোখের জল মুছিয়ে দেব। সেখানকার মানুষের কাছে শান্তি ও ভালবাসা ফিরিয়ে দেব। ইন্ডিয়ার আদর্শ গড়ে তুলব মণিপুরে।”

Advertisement

[আরও পড়ুন: চিনে ‘বিশ্বাস নেই’ ভারতের, ওয়াং ই-কে মুখের উপর জবাব ডোভালের]

প্রধানমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে সরব হয়েছে তৃণমূলও। দলের তরফে বিবৃতি জারি করে বলা হয়, “আসলে মণিপুর পরিস্থিতি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে তাই বিরোধী জোটকে জঙ্গিদের সঙ্গে তুলনা করে মুখ বাঁচাতে চাইছেন। একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর মুখে এমন মন্তব্য অবিশ্বাস্য। দেশের মানুষ ও আদর্শকে অপমান করা হয়েছে এহেন মন্তব্যে। প্রধানমন্ত্রীর কথার তীব্র নিন্দা করছি আমরা।” তৃণমূলের তরফে টুইট করে বলা হয়, মণিপুর নিয়ে উত্তর চায় INDIA। না পালিয়ে সংসদে মুখ খুলতে হবে প্রধানমন্ত্রীকে।

রাহুল গান্ধীর টুইটের পালটা দিয়ে আবার মুখ খুলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Viswa Sharma)। টুইট করে তিনি বলেন, “পক্ষপাত করাই আসলে ইন্ডিয়া জোটের দোষ। শুধু মণিপুর নিয়ে কথা বলে আর অন্য প্রসঙ্গে মুখ খুললেই দোষ হয়। কিন্তু ভারতের আনুগত্য তার প্রত্যেক নাগরিকের প্রতি-সেটা মণিপুর, পশ্চিমবঙ্গ, রাজস্থান, অসম যেকোনও রাজ্যেরই হোক না কেন। শেষ পর্যন্ত জিতবে ভারতই।”

[আরও পড়ুন: ড্র দ্বিতীয় টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় রোহিত ব্রিগেডের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement