সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের বিরোধিতা করে শেষমেশ এককাট্টা হয়েছে বিরোধীরা৷ রাজধানীতে গান্ধী মূর্তির পাদদেশে বুধবার ধরনায় বসেন সব বিরোধী দলের নেতারা৷ আর সেখান থেকেই মোদিকে নিশানা করলেন রাহুল৷ জানালেন, নোট বাতিল আসলে কেলেঙ্কারি৷ এ নিয়ে তদন্তের দাবি করছে সকল বিরোধীরা৷
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন সংসদ চত্বরে ধরনায় বসেন বিরোধীরা৷ গান্ধী মূর্তির পাদদেশে মানববন্ধন তৈরি করে প্রতিবাদ জানান সব দলের নেতারা৷ এই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রীকে টার্গেট করে আক্রমণ করেন রাহুল গান্ধী৷ জানান, এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রী কারও সঙ্গে আলোচনা করেননি৷ এটা অর্থমন্ত্রকেরও সিদ্ধান্ত নয়, শুধু প্রধানমন্ত্রীর৷ তাঁর বক্তব্য, বিরোধীরা চাইছে প্রধানমন্ত্রী সংসদে এসে এ ব্যাপারে বিবৃতি দিক৷ এদিন প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তকে কেলেঙ্কারি হিসেবে ঘোষণা করে রাহুল জানান, বিরোধীরা এর তদন্ত দাবি করছে৷ পাশাপাশি তাঁর অভিযোগ এই সিদ্ধান্তের কথা শাসকদলের লোকেরা আগে থেকে জানতেন৷ কালো টাকার বিরোধিতা করলেও, কেন সাধারণ মানুষকে এভাবে হেনস্তা করা হল, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর জবাবদিহি চাইলেন রাহুল৷
বিরোধীদের এই এককাট্টা হওয়ায় সমবেত ছিল তৃণমূলও৷ এদিন যন্তরমন্তরে ধরনায় বসবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
Delhi: Leaders of Opposition parties gather near the Gandhi statue in Parliament premises to protest against Govt’s #demonetisation move pic.twitter.com/EwZtPw7Whs
— ANI (@ANI_news) November 23, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.