Advertisement
Advertisement
Wayanad

ওয়ানড় আগের মতোই সুন্দর ও নিরাপদ, কেরলের দীর্ঘতম জিপলাইনে চড়ে বার্তা রাহুলের

গত জুলাই মাসে ভূমিধসে বিপর্যস্ত হয়েছিল ওয়ানড়। মৃত্যু হয়েছিল চার শতাধিক মানুষের। নিখোঁজ হন ১১৮ জন। এর পর থেকে কেরলের অন্যতম পর্যটনস্থলে পর্যটক আনাগোনা অনেকটাই কমেছে।

Rahul Gandhi Takes Zipline In Landslide-Hit Wayanad
Published by: Kishore Ghosh
  • Posted:November 13, 2024 6:18 pm
  • Updated:November 13, 2024 6:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার উপনির্বাচন ছিল ওয়ানড়ে। সেখানে কংগ্রেস প্রার্থী বোন প্রিয়াঙ্কা গান্ধী। তার আগের দিন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ওয়ানড়ের পর্যটনকে উৎসাহ দিতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। মঙ্গলবার তিনি কেরলের দীর্ঘতম জিপলাইনে সওয়ার হন। সেই ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

গত জুলাই মাসে ভূমিধসে বিপর্যস্ত হয়েছিল ওয়ানড়। মৃত্যু হয়েছিল চার শতাধিক মানুষের। নিখোঁজ হন ১১৮ জন। এর পর থেকে কেরলের অন্যতম পর্যটনস্থলে পর্যটক আনাগোনা অনেকটাই কমেছে। এই মন্দা কাটাতেই উদ্যোগী হলেন রাহুল। ওয়ানড়ে ভোটের আগের দিন কারাপুঝা বাঁধে এলাকায় যান রাহুল। মঙ্গলবার আর পাঁচজন পর্যটকের মতোই সেখানকার জিপলাইনে চড়লেন কংগ্রেস নেতা। এর পর স্থানীয়দের উৎসাহিত করেন তিনি।

Advertisement

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, রাহুল বলছেন, “প্রিয়াঙ্কার প্রচারে বেরিয়ে ওয়ানড়ের চনমনে সাধারণ মানুষের সঙ্গে মেশার সুযোগ হল। কঠিন চ্যালেঞ্জের পরেও হার মানতে রাজি নন তাঁরা। পর্যটকদের জন্য একাধিক আকর্ষণীয় জিনিস তৈরি করেছেন, যেমন বৃহত্তম দোলনা, একটি ‘ড্রপ টাওয়ার’ এবং রোমাঞ্চকর জিপলাইন। ওয়ানড় আগের মতো অত্যাশ্চর্য এবং নিরাপদ।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement