Advertisement
Advertisement

‘রাহুল গান্ধী কোকেনে আসক্ত, ডোপ টেস্ট হলেই ফাঁস হবে জারিজুরি’

পেট্রলের মূল্যবৃদ্ধি ইস্যুতেও তোপের মুখে রাহুল৷

 Rahul Gandhi takes cocaine and will fail dope test: BJP MP Subramanian Swamy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2018 8:03 pm
  • Updated:July 5, 2018 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত কথা বলায় তাঁর জুড়ি মেলা ভার৷ বিরোধীদের দিকে বরাবরই চোখা চোখা তির ছুড়ে দেন তিনি৷ তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে৷ তবে সে কারণে তিনি নিজে অবশ্য পিছপা হন না৷ এবারও হলেন না৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিশানা করে আবার আক্রমণ শানালেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷ সাফ জানিয়ে দিলেন, রাহুল গান্ধীও কোকেন নেন৷ ডোপ টেস্ট হলে তিনিও উত্তীর্ণ হতে পারবেন না৷

মাসের শেষে অ্যাকাউন্টে ২৬ লক্ষ! হতবাক রাজধানী এক্সপ্রেসের চালক ]

Advertisement

বিতর্কের সূত্রপাত পাঞ্জাবের কংগ্রেস সরকারের এক নির্দেশিকায়৷ অমরিন্দর সিং সমস্ত সরকারি আধিকারিক ও  পুলিশ কর্মীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছেন৷ নির্দেশিকা জারি করে মুখ্যসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি৷ এরপরই জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে যায়৷ একধাপ এগিয়ে এক নেতা মন্তব্য করেন, পাঞ্জাবের প্রায় ৭০ শতাংশ লোকই নেশাগ্রস্ত৷ তাই ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের এই পদক্ষেপ একেবারে যথাযথ৷ পালটা আসরে নামেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল৷ তাঁর বক্তব্য, যাঁরা পাঞ্জাবীদের এ নিয়ে দোষারোপ করছে তাঁদের নিজেদেরই ডোপ টেস্ট করানো উচিত৷ এ মন্তব্যেরই প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল বিজেপি সাংসদের কাছে৷ তিনি কোনও রাখঢাক না রেখেই আক্রমণ করেন কংগ্রেস সভাপতিকে৷ কংগ্রেস সরকারের জারি করা নির্দেশিকা যে কতটা খেলো তা প্রমাণ করতে রাহুলকেই মাদকাসক্ত দাবি করে বসেন বিতর্কিত নেতা৷ বলেন, রাহুল গান্ধী নিজেও তো কেকেন নেন৷ যদি ডোপ টেস্ট করা হয়, তবে তিনিও উত্তীর্ণ হতে পারবেন না৷

পাঞ্জাবের কংগ্রেস সরকার নয়, তিনি ঢিলটি ছুড়েছেন একেবারে মৌচাকে৷ তবে এখনও কংগ্রেসের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷ এদিকে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে নতুন করে অস্বস্তিতে কংগ্রেস৷ বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পেট্রপণ্যের দাম বাড়ানোর চ্যালেঞ্জ জানিয়ে এসেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ অথচ, কংগ্রেস যে রাজ্যে ক্ষমতাসীন সেই কর্ণাটকের বাজেটেই পেট্রপণ্যের উপর কর বাড়িয়ে দিয়েছে৷ এ নিয়েও কংগ্রেসকে আক্রমণ শানাচ্ছে বিজেপি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement