সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরের চেয়ে ইজরায়েল-হামাস সংঘর্ষ নিয়ে বেশি আগ্রহী প্রধানমন্ত্রী! মণিপুরে কী চলছে তার থেকেও বেশি ইজরায়েল নিয়ে মাখা ঘামাচ্ছে কেন্দ্রীয় সরকার! এই ভাষাতেই নরেন্দ্র মোদি ও কেন্দ্রকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। দুদিনের সফরে ভোটমুখী মিজোরামে রয়েছেন কংগ্রেস সাংসদ। সোমবার সেখানে পদযাত্রাও করেছেন। সেই পদযাত্রা থেকেই মণিপুরের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল।
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর কথায়, “ইজরায়েলে কী হচ্ছে তা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার অত্যন্ত আগ্রহী। মণিপুরে কী হচ্ছে তা নিয়ে একটুও ভাবিত নয় সরকার। সরকারের এই ভূমিকা আমাকে অবার করেছে।” রাহুলের আরও অভিযোগ, “রাজ্য় হিসেবে মণিপুরকে একেবারে ধ্বংস করে দিয়েছে বিজেপি। মণিপুর আর একটা রাজ্য় নেই, খণ্ডিত হয়ে গিয়েছে!”
প্রধানমন্ত্রীকে নিশানা করে কংগ্রেস নেতার খোঁচা, “মণিপুরে বহু মানুষ মারা যাচ্ছেন। মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে। তবু মণিপুরে একবারও যাওয়ার প্রয়োজন মনে করেননি প্রধানমন্ত্রী।” মোদির এই ভূমিকায় তিনি লজ্জিত বলেও দাবি করেছেন রাহুল।” প্রসঙ্গত. আগামী ৭ নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন। তার আগে সে রাজ্যে রাজনৈতিক কর্মসূচি নিয়ে দুদিনের সফর সারছেন রাহুল গান্ধী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.