সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রধানমন্ত্রীকে খোঁচা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্তের নিরিখে রোজই নয়া রেকর্ড তৈরি হচ্ছে। তাহলে দেশে এই দীর্ঘ লকডাউন পালনের ফলাফল কী? সংক্রমণ রুখতে সরকারের পরবর্তী পদক্ষেপই বা কী হবে? কেন্দ্রের দিকে আজ এই প্রশ্নগুলোই ছুঁড়ে দিয়েছেন ওয়ানাড় সাংসদ।
এক, দুই করে এবার ২৪ ঘণ্টায় সংক্রমণের মাত্রা পৌঁছেছে সাত হাজারের দোড়গোড়ায়। মে-র শেষের দিকে কমতে পারে সংক্রমণ। এমনটাই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্ত বাস্তব দেখাচ্ছে অন্য ছবি। ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই মঙ্গলবারের ভিডিও কনফারেন্সে দেশব্যাপী লকডাউনকে আখেরে ব্যর্থতার ‘তকমা’ই দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাশাপাশি কেন্দ্রের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, “দেশে লকডাউনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীর আশানুরূপ ফল দিতে পারেনি লকডাউনের চার পর্ব।” কেন্দ্রের লকডাউন পরিকল্পনাকে কটাক্ষ করে ওয়ানাড় সাংসদের আরও মন্তব্য, “ভারত একমাত্র দেশ, যারা সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধির সময় লকডাউনের নিয়ম শিথিল করছে। প্রধানমন্ত্রী-সহ তাঁর আধিকারিকরা সকলেই দাবি করেছিলেন ক্রমেই আক্রান্তের হার কমবে। কিন্ত তেমনটা ঘটতে দেখা যাচ্ছে না। আমি কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞাসা করতে চাই, মারণ ভাইরাস দমনে তাঁর কৌশলটা ঠিক কী? আর্থিক প্যাকেজ ও পরিযায়ীদের বাড়ি পৌছে দিলে কী সংক্রমণের মাত্রাকে দমন করা যাবে? লকডাউনের ব্যর্থতা সকলের সামনেই। তাহলে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে? দেশবাসীর জন্য কি কোনও বিকল্প পথ কেন্দ্র তৈরি রেখেছে?” যদিও কংগ্রেস নেতার এই বাক্যবাণের কাছে এখনও মুখ খোলননি গেরুয়া শিবিরের কেউই।
মঙ্গলবারই ২৪ ঘণ্টার মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা পৌছয় ৭ হাজারের কাছাকাছি। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লক্ষ ৪৫ হাজার ছাড়ায়। মৃতের সংখ্যা ৪ হাজার ১৬৭। লকডাউনের এই চতুর্থ পর্ব মিটতে এখন বাকি ৫দিন। দেখা যাক তারমধ্যেই কেন্দ্র কংগ্রেস নেতার প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেন কিনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.