Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

মুখে খাদির জয়গান অথচ পতাকায় পলিয়েস্টার! মোদিকে বিঁধলেন রাহুল গান্ধী

এই প্রথম যন্ত্রে তৈরি ও পলিয়েস্টারের পতাকা ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্র।

Rahul Gandhi slams PM Modi। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 28, 2022 5:07 pm
  • Updated:August 28, 2022 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) মুখে বলছেন, ‘আত্মনির্ভর ভারত’ গড়তে খাদির অনুপ্রেরণা চাই। অন্যদিকে জাতীয় পতাকায় চিনা পলিয়েস্টার ব্যবহারের অনুমতি দিয়েছে তাঁর সরকার। এমনই কটাক্ষ করে মোদিকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। অভিযোগ তুললেন, বরাবরের মতোই এবারও কথায় ও কাজে ভিন্নতা দেখিয়েছে মোদি সরকার।

ঠিক কী লিখেছেন রাহুল? টুইটারে কংগ্রেস নেতাকে লিখতে দেখা গিয়েছে, ”একদিকে ‘দেশের জন্য খাদি’ কিন্তু জাতীয় পতাকার জন্য চিনা পলিয়েস্টার! বরাবরের মতোই কথা ও কাজে মেলাতে পারলেন না প্রধানমন্ত্রী।” শনিবারই গুজরাটে খাদি উৎসবে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই খাদির জয়জয়কার করতে দেখা গিয়েছে তাঁকে। তিনি বলেন, আত্মনির্ভরতার প্রতীক খাদি। স্বাধীনতার পর থেকে চড়কায় কাটা সুতো ও খাদির মূল্য ছিল অপরিসীম। একথা মনে করিয়ে সবাইকে উৎসবের মরশুমে উপহার হিসেবে খাদির পোশাকই দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। রবিবার সেই মন্তব্যকেই আক্রমণ করতে দেখা গেল রাহুলকে।

Advertisement

[আরও পড়ুন: বন্যায় বিধ্বস্ত আফগানিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, সাহায্যের কাতর আরজি তালিবানের]

 

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ‘হর ঘর তেরঙ্গা’ (Har Ghar Tiranga) কর্মসূচি শুরু হওয়ার আগেই ভারতের পতাকা কোড ২০০২-এর পরিবর্তন করে কেন্দ্র। জানিয়ে দেওয়া হয় এখন থেকে দিন-রাতব্যাপী ২৪ ঘণ্টাই পতাকা ওড়ানো যাবে। শুধু তাই নয়, এই প্রথমবার যন্ত্রে তৈরি ও পলিয়েস্টারের পতাকা ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়। প্রথম থেকেই কেন্দ্রের এই ঘোষণার প্রতিবাদ করেছে কংগ্রেস।

উল্লেখ্য, গত ২২ জুলাই ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে আরজি জানান, সকলে যেন ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন। এবং সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। নিজেদের সোশ্যাল মিডিয়ার ছবি বদলে তেরঙ্গা রাখার আরজিও জানান তিনি। সেই ছবি harghartiranga.com ওয়েবসাইটে আপলোড করলে পাওয়া যাচ্ছিল সার্টিফিকেটও। এরপরই জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম শিথিল করে কেন্দ্র।

[আরও পড়ুন:চিনের দখলদারি চলবে না, বার্তা দিয়ে তাইওয়ান প্রণালীতে মহড়া মার্কিন রণতরীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement