Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

‘শপথের আগেই ২৪ লাখ পড়ুয়ার জীবন নষ্ট’, NEET ইস্যুতে মোদিকে নিশানা রাহুলের

নিট ইস্যুতে পড়ুয়াদের পাশে, মোদি সরকারের বিরুদ্ধে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি।

Rahul Gandhi slams Narendra Modi over NEET result controversy
Published by: Amit Kumar Das
  • Posted:June 9, 2024 3:52 pm
  • Updated:June 9, 2024 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এখনও শপথগ্রহণ করেননি, তার আগেই ২৪ লাখ পড়ুয়া ও তাঁদের পরিবারকে ধ্বংস করে দিলেন নরেন্দ্র মোদি।’ ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (NEET) পরীক্ষায় ব্যাপক কারচুপির অভিযোগে যখন সরব গোটা দেশ, ঠিক সেই সময়ে হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানায় নিয়ে কড়া আক্রমণ শানালেন রাহুল গান্ধী। একইসঙ্গে এই ইস্যুতে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তিনি। সব মিলিয়ে সরকার গঠনের আগেই এবার জাতীয় রাজনীতির আঙিনায় যুদ্ধের মেঘ ঘনাল।

এই বছর নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে ৬৭ জন। এর পর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। পরীক্ষায় প্রশ্ন ফাঁসেরও অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। এই ইস্যুতে সরব গোটা দেশ। মোদির শপথের আগে এই ঘটনাতেই রবিবার কড়া সুরে আক্রমণ শানালেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘নরেন্দ্র মোদি (Narendra Modi) এখনও শপথ নেননি তার আগেই নিট পরীক্ষায় ব্যাপক কারচুপির ফলে ২৪ লাখেরও বেশি পড়ুয়া ও তাঁদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হল।’ একইসঙ্গে এই পরীক্ষায় সন্দেহজনক দিকগুলি তুলে ধরে রাহুল লেখেন, ‘একটি পরীক্ষা কেন্দ্রে ৬ জন একসঙ্গে প্রথম হয়ে গেল। অনেকে এমন নম্বর পেলেন যা বাস্তবিকভাবে কখনও সম্ভব নয়। তার পরও সরকার লাগাতার প্রশ্ন ফাঁসেরও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে।’

Advertisement

[আরও পড়ুন: শপথ গ্রহণের আগে মোদির ‘চায়ে পে চর্চা’, সম্ভাব্য মন্ত্রী কারা?]

একই সঙ্গে রাহুল গান্ধী জানান, ‘শিক্ষা মাফিয়াদের সঙ্গে সরকারী যোগসাজশে এই ‘পেপার লিক ইন্ডাস্ট্রি’র মোকাবিলা করতে কংগ্রেস বড়সড় পরিকল্পনা নিয়েছিল। আমাদের ইস্তেহারে আমরা আইন এনে পরীক্ষাকে প্রশ্নফাঁস মুক্ত করার সংকল্প নিয়েছিলাম। আজ আমি দেশের সকল পড়ুয়াদের আশ্বস্ত করছি, আমি সংসদে আপনাদের কণ্ঠস্বর হয়ে উঠব এবং আপনাদের ভবিষ্যৎ সম্পর্কিত বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরব। দেশের যুবসমাজ ইন্ডিয়ার উপর আস্থা রেখেছে, তাঁদের কণ্ঠস্বর চাপা দেওয়ার যে প্রচেষ্টা চলছে ইন্ডিয়া তা ব্যর্থ করবে।’

[আরও পড়ুন: মোদির শপথে চাঁদের হাট, থাকবেন মুইজ্জু,হাসিনা-সহ ৭ রাষ্ট্রপ্রধান, রইল পূর্ণাঙ্গ তালিকা]

উল্লেখ্য, গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফলের সঙ্গে প্রকাশ্যে এসেছিল সর্বভারতীয় NEET পরীক্ষার ফল। যেখানে দেখা যায় এবার ৬৭ জন পরীক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছেন। একটি পরীক্ষা কেন্দ্রে একসঙ্গে প্রথম হয়েছেন ৬ জন। শুধু তাই নয়, হাজার হাজার পড়ুয়াকে দেওয়া হয়েছে গ্রেস মার্কস। অনেককে এমন নম্বর দেওয়া হয়েছে যে বাস্তবিকভাবে কখনও সম্ভব নয়। এমনকী পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিহারে কয়েকজন গ্রেপ্তারও হয়। স্বাভাবিকভাবেই নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে সরব হন পড়ুয়ারা। যদিও সে অভিযোগ পুরোপুরি খারিজ করেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার। তবে গ্রেস নম্বরের কথা স্বীকার করে জানান, ৬টি কেন্দ্রে সমস্যার মুখে পড়তে হয়েছিল পড়ুয়াদের। যার জেরে প্রায় ১৬০০ পড়ুয়াকে এই গ্রেস নম্বর দেওয়া হয়। একইসঙ্গে বলেন, ‘নিটে যে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল সেটা খতিয়ে দেখার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ১৫০০ জনের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে।’ এই ইস্যুতেই এবার কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন রাহুল গান্ধী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement