Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi Women's Reservation Bill

সদিচ্ছা নেই, মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে চায় না মোদি সরকার, তোপ রাহুলের

সমস্যা থেকে নজর ঘোরাতেই বিলকে ব্যবহার করছে মোদি সরকার, দাবি রাহুলের।

Rahul Gandhi slams Central Government on Women's Reservation Bill | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 22, 2023 1:15 pm
  • Updated:September 22, 2023 1:15 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: মহিলা সংরক্ষণ বিল পাশ হলেও তা কার্যকর করতে চায় না কেন্দ্র সরকার। কিন্তু এই বিল ব্যবহার করে অন্য সমস্যাগুলো থেকে নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পাশ হওয়ার পরেই মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর মুখে উঠে এল ওবিসি প্রসঙ্গও। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতেই রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill)।

ওয়ানড়ের কংগ্রেস সাংসদ বলেন, “মহিলা সংরক্ষণ খুবই ভালো। কিন্তু তার দুটি ফুটনোট রয়েছে- জনগণনা ও আসন পুনর্বিন্যাস। এই দুটি কাজ শেষ হতে দীর্ঘদিন সময় লাগবে। কিন্তু সংসদ বা বিধানসভাগুলোতে এখনই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করে দেওয়া যায়, সেটা এমন কিছু কঠিন কাজ নয়। কিন্তু এই সরকার সেটা করতে চায় না। কেউ জানে না কবে এই বিল কার্যকর হবে।”

Advertisement

[আরও পড়ুন: প্রকাশ্যে মহিলা কনস্টেবলকে আক্রমণ, অভিযুক্তকে এনকাউন্টারে নিকেশ করল যোগীর পুলিশ]

কেন্দ্রকে (Central Governement) তোপ দেগে রাহুলের মত, দেশবাসীর নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই এই বিল এনেছে সরকার। এখন পাশ হলেও ১০ বছর পরে কার্যকরী হবে মহিলা সংরক্ষণ বিল। মোদি সরকারের বিরুদ্ধে রাহুলের অভিযোগ, ওবিসি জনগণনা এড়িয়ে যাওয়ার জন্যই পাশ করানো হয়েছে এই বিল। প্রধানমন্ত্রী নিজে প্রতিদিন ওবিসি মানুষের কথা বলেন, কিন্তু তাঁদের জন্য তিনি কী করেছেন? প্রসঙ্গত, মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সময়ে এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের মহিলা জনপ্রতিনিধিদের জন্য আলাদা করে সংরক্ষণের দাবি জানিয়েছিলেন সাংসদ সোনিয়া গান্ধীও।

শুধু কংগ্রেস নয়, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছে তৃণমূলও। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে পোস্ট ডেটেড চেক এই বিলটি। সাংসদ ডেরেক ও ব্রায়েনও তোপ দেগেছেন মোদি সরকারকে। জনসভা থেকে ‘দিদি ও দিদি’ বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানের প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদিকে নারীবিদ্বেষী বলে কটাক্ষ করেছেন তিনি।

[আরও পড়ুন: ‘এরাই পরিবর্তনের মশাল’, মহিলা সুরক্ষা বিল পাশের পর বিশেষ ফটো সেশন মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement