সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিজেপির (BJP) আমলে দেশের ক্রমশ অবনতি হচ্ছে বলে দাবি তাঁর। একইসঙ্গে রাহুলের কটাক্ষ, দেশজুড়ে বিদ্বেষের বীজ বুনছে গেরুয়া শিবির। এমন পরিস্থিতিতে কংগ্রেস বা বিরোধীদের কী ভূমিকা, তাও স্পষ্ট করে দিয়েছেন রাহুল।
আপাতত লন্ডনে (London) রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। শুক্রবার সেখানকার ‘আইডিয়াস ফর ইন্ডিয়া’ (Ideas for India) আলোচনাচক্রে যোগ দিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেই ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক বক্তব্য রাখেন তিনি। বিজেপির (BJP) বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি বিরোধীদের ভূমিকা নিয়েও সওয়াল করেন রাহুল।
প্রাক্তন কংগ্রেস সভাপতির মন্তব্যের পালটা দিয়েছে বিজেপিও। টুইটারে তাদের তোপ, “রাহুল গান্ধী লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আলোচনাচক্রে যোগ দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন। এটা রাহুল এবং তাঁর গান্ধী পরিবারের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে যে বিদেশে দাঁড়িয়ে মোদি সরকারের বিরুদ্ধে বিষোদগার করতে করতে দেশমাতৃকাকেও অপমান করে বসছেন।”
রাহুলের কথায়, “নয়াদিল্লির কুরসিতে বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে সংবিধানের উপর আক্রমণ করা হচ্ছে। সার্বিকভাবে ভারতের পরিস্থিতি খারাপ হচ্ছে।” এখানেই থামেননি তিনি। কংগ্রেসের প্রাক্তন সভাপতির কথায়, “ভারতের পরিস্থিতি মোটেও ভাল নয়। সারা দেশে কেরোসিন ছড়াচ্ছে বিজেপি। এর মধ্যে একটা আগুনের স্ফুলিঙ্গ পড়লেই গোটা দেশ বিরাট সমস্যার মধ্যে পড়তে পারে।” এই পরিস্থিতি সামাল দিতে বিরোধী তথা কংগ্রেসের ভূমিকা নিয়েও সরব হয়েছেন রাহুল।
লন্ডনের আলোচনাচক্র থেকে রাহুল বলেন, “বর্তমানে বিরোধী দল তথা কংগ্রেসকে দেশের মানুষ, রাজ্য, ধর্মগুলিকে একসঙ্গে আনতে চেষ্টা করতে হবে। অনেকেই বলছে আমাদের বিজেপির মতো দলীয় ক্যাডার রাখা উচিৎ। কিন্তু আমি বলি, যেদিন আমাদের ওদের মতো ক্যাডার রাখতে হবে, সেদিন আমরাও ওদের মতো হয়ে যাব। বিজেপি মানুষের কথা শোনে না। কিন্তু কংগ্রেস মানুষের কথাকে প্রাধান্য দেয়।” সবমিলিয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হলেন রাহুল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.