Advertisement
Advertisement

Breaking News

কংগ্রেসের রাশ কি যাচ্ছে প্রিয়াঙ্কার হাতে? সোনিয়ার বার্তা ঘিরে জল্পনা

দলের উপরমহলে বেশ বড়সড় রদবদলের ইঙ্গিত কংগ্রেস সভানেত্রীর। 

Rahul Gandhi sidelined, Priyanka Gandhi may hold Congress rein
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 14, 2017 11:34 am
  • Updated:August 14, 2017 11:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের উপরমহলে এবার বড়সড় রদবদলের ইঙ্গিত দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দ্রুত কংগ্রেসের নয়া কার্যকরী সভাপতির দায়িত্ব পেতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা।

‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৭৫ বছরের বর্ষপূর্তিতে গত ৮ আগস্ট কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের শেষ পর্যায়ে দলের কার্যকরী সভাপতি কে হবেন, সেই বিষয়ে আলোচনা হয়। ওই আলোচনাতেই সোনিয়া গান্ধী ইঙ্গিত দেন, দলের শীর্ষ পর্যায়ে বেশ কয়েকটি রদবদল হতে পারে। পদ হারাতে পারেন মনমোহন সিং। সংবাদপত্র ‘ডিএনএ’ জানাচ্ছে, সোনিয়াই বৈঠকে প্রস্তাব দেন, কংগ্রেসের নয়া কার্যকরী সভাপতি পদে প্রিয়াঙ্কাকে আনার। আগামী মাসে দলীয় বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

[যোগীর রাজ্যে শিশুমৃত্যুর ঘটনা ‘গণহত্যা’, শিব সেনার কোপে বিজেপি]

কংগ্রেসের ওয়ার্কিং কমিটির এক সদস্য নাম গোপন রাখার শর্তে বলেছেন, ‘সোনিয়াজির বডি ল্যাঙ্গুয়েজই স্পষ্ট করে দিচ্ছিল যে তিনি প্রিয়াঙ্কাকে নয়া কার্যকরী সভাপতি করার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। তাঁর এই পদক্ষেপের পিছনে রয়েছে অনেক জটিল হিসাব-নিকেশ। তবে এমনটা সত্যি হলে দলে নতুন করে অনেক কিছু ঘটবে।’ সূত্রের খবর, প্রিয়াঙ্কা গান্ধীকে নয়া কার্যকরী সভাপতি হিসাবে পেতে দলের প্রবীণ নেতারা আগ্রহ দেখিয়েছেন। দলের অন্দরে গত বেশ কয়েক বছর ধরেই প্রিয়াঙ্কা গান্ধীকে কোনও গুরুত্বপূর্ণ পদে বসানোর দাবি উঠছিল। কিন্তু প্রিয়াঙ্কা নিজেক কংগ্রেসের দুই খাসতালুক রায়বরেলি ও অমেঠির বাইরে খুব একটা স্বচ্ছন্দ্য নন।

ওই বৈঠকে উপস্থিত দলের আরও এক নেতা জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনের জন্য দলের ভিতরে আমূল পরিবর্তন চাইছেন সোনিয়া। দলের ভিতরে নতুন কোনও মুখ তুলে না আনতে পারলে পরবর্তী বড় নির্বাচনেও জয় অধরা থেকে যেতে পারে। দলের সহ-সভাপতি রাহুল গান্ধীর জ্বর হওয়ায় তিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন না। তবে দলীয় নেতারা একটা কথা স্বীকার করছেন, গান্ধী বংশেরই কেউ কংগ্রেসের উচ্চপদে বসলে তবেই দলের মধ্যে ঐক্য বজায় থাকবে। সেক্ষেত্রে প্রিয়াঙ্কার নামই সর্বাগ্রে উঠে আসছে। প্রিয়াঙ্কা যদি সত্যি কংগ্রেসের কার্যকরী সভাপতি হন, তাহলে বুঝে নিতে হবে রাহুল গান্ধীর চেয়েও তাঁর উপর বেশি আস্থা রাখছেন সোনিয়া।

[উপত্যকায় সেনার সাফল্য, খতম হিজবুল কমান্ডার ইয়াসিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement