সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”আমার নাম সাভারকর (Savarkar) নয়, ক্ষমা চাইব না।” কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) এহেন মন্তব্যে রুষ্ট শিব সেনা (Shiv Sena)। পাশাপাশি এনসিপি প্রধান শরদ পওয়ারও মন্তব্যটিকে ‘বিতর্কিত’ বলে তোপ দাগেন গত সোমবার, বিরোধীদের নৈশভোজে। এই সমালোচনার মুখে পড়ে সুর নরম করলেন রাহুল। বিরোধী নেতাদের আশ্বস্ত করে জানিয়ে দিলেন, জোটসঙ্গীদের আবেগকে আগামিদিনে সম্মান করবেন তিনি।
এর আগে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে বলেন, “১৪ বছর ধরে আন্দামানের জেলে অমানুষিক অত্যাচার সহ্য করতে হয়েছিল বীর সাভারকরকে। আমরা শুধু সেগুলো বইতে পড়েছি। আমাদের সকলের আদর্শ তিনি। এই মহান ব্যক্তিত্বের অপমান কোনওভাবেই মেনে নেওয়া যায় না। দেশের গণতন্ত্র রক্ষা করতে হলে এই মন্তব্যের তীব্র বিরোধিতা করতে হবে।”
এই পরিস্থিতিতে গত সোমবার বিরোধীদের নৈশভোজে অনুপস্থিত থাকেন সমস্ত শিব সেনা নেতারা। বিষয়টি জানতে পেরে পওয়ার বলেন, মহারাষ্ট্রের অনেক মানুষই সাভারকরকে শ্রদ্ধা করেন। তাঁর মতে, সাভারকরকে আক্রমণ করলে তাতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আলাদা করে কোনও লাভ হবে না। বরং বিরোধী জোটের কারও কারও ভাবাবেগে আঘাত লাগতে পারে। এদিকে মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদেরও অনেকের দাবি, রাহুলের এই মন্তব্যে অস্বস্তিতে পড়তে হচ্ছে তাঁদেরও। এই পরিস্থিতিতেই সুর নরম করার আশ্বাস দিয়েছেন রাহুল।
এদিকে সাভারকারকে নিয়ে করা রাহুলের টুইটটি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি ওয়াকিবহাল মহলের একাংশের। দেখা গিয়েছে, টুইটারে সার্চ করেও রাহুলের পোস্টটি দেখা যাচ্ছে না। তবে এখনও পরিষ্কার নয়, রাহুল সাভারকারকে নিয়ে করা পোস্টটি মুছে দিয়েছেন নাকি আদৌ তিনি এবিষয়ে কোনও টুইট করেছিলেন কিনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.