সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যারাই সরকারের বিরুদ্ধে গলা চড়াবে তাদেরই শত্রু বলে দেগে দেওয়া হবে। কেবল ঘনিষ্ঠ পুঁজিবাদীরাই মোদি সরকারের প্রিয় বন্ধু। মঙ্গলবার সকালে এমনই অভিযোগ তুলে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। গতকালই কংগ্রেস (Congress) কেন্দ্রকে আক্রমণ করে দাবি করেছিল, নির্বাচনে অর্থ সাহায্যকারীদের হাত ছেড়ে এবার কৃষকদের হাত ধরা উচিত সরকারের। আজ ফের আক্রমণের সুর চড়াল তারা।
ঠিক কী লিখেছেন রাহুল? তিনি আজ সকালে করা টুইটে শ্লেষাত্মক সুরে লেখেন, ‘‘মোদি সরকারের কাছে বিরোধী মতের ছাত্রছাত্রীরা দেশবিরোধী। সচেতন নাগরিকরা আরবান নকশাল। পরিযায়ী শ্রমিকরা কোভিড বাহক। ধর্ষিতারা কেউ নন। প্রতিবাদী কৃষকরা খলিস্তানি। এবং ঘনিষ্ঠ পুঁজিবাদীরাই তাদের প্রিয় বন্ধু।’’
For Modi Govt:
Dissenting students are anti-nationals.
Concerned citizens are urban naxals.
Migrant labourers are Covid carriers.
Rape victims are nobody.
Protesting farmers are Khalistani.And
Crony capitalists are best friends.— Rahul Gandhi (@RahulGandhi) December 15, 2020
গতকালও একই ধরনের অভিযোগ তুলেছিল কংগ্রেস। ৩২টি কৃষি সংগঠনের নেতারা কাল দিনভর অনশন করেন কেন্দ্রের নতুন কৃষি আইনের প্রতিবাদে। তার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘‘৭৩ বছরে প্রথমবার দেশের কৃষকরা এমন অনশন ধর্মঘট করলেন। আর কত ‘আচ্ছে দিন’ দেখাবেন মোদিজি?’’
এদিকে মঙ্গলবার ২০ দিনে পা দিল কৃষক আন্দোলন। নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় আন্দোলন চলছে। সরকারের সঙ্গে দফায়-দফায় আলোচনা করেও মেলেনি রফাসূত্র। বাড়ছে জটিলতা। এই পরিস্থিতিতে আন্দোলন হাইজ্যাক করার অভিযোগ তুলেছে সরকার। তাদের দাবি, দেশবিরোধী বিচ্ছিন্নতাবাদীরা আন্দোলনে প্রভাব খাটাচ্ছে। এদিন রাহুলের টুইটে সেই অভিযোগকে খোঁচা দেওয়া হয়েছে। এর আগে কপিল সিব্বলের মতো বর্ষীয়ান নেতাও সেই পথে হেঁটে প্রশ্ন তুলেছিলেন, ‘‘কারা আসল ‘টুকরে টুকরে গ্যাং’? যারা সমস্ত নাগরিককে একচোখে দেখে না। সমাজে ঘৃণা ছড়ায়।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.