Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

‘RSS চায় মহিলারা ঘরে থাকবে, রান্না করবে’, প্রবাসে সরব রাহুল, পালটা দিল গেরুয়া শিবির

নারী স্বাধীনতা বিরোধী আরএসএস ও বিজেপি, সাফ কথা রাহুলের।

Rahul Gandhi Says RSS Believes Women Should Stay At Home
Published by: Kishore Ghosh
  • Posted:September 9, 2024 4:33 pm
  • Updated:September 9, 2024 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএস নারী স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা চায় মহিলারা ঘরে থাকবে, ঘরের কাজ করবে। সোমবার আমেরিকায় প্রবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে গেরুয়া শিবিরে। তাদের অভিযোগ, বিদেশে গেলেই ভারতের বদনাম করেন কংগ্রেস নেতা। মহিলাদের সম্পর্কে বিজেপি-আরএসএসের যে ভাবনার কথা বলেছেন রাহুল, তাকেও খণ্ডন করেছে শাসক গোষ্ঠী। ঠিক কী বলেছেন রাহুল?

এদিন আমেরিকার ডালাসে, টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের পাশাপাশি প্রবাসীদের সামনে বক্তৃতা করেন রাহুল। তিনি বলেন, লোকসভা ভোটের পর মানুষ বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভয় পাচ্ছে না। রাহুলের কথায়, “ভোটের ফলপ্রকাশের পর কয়েক মুহূর্তেই আমরা দেখলাম, ভারতের কেউ আর বিজেপি কিংবা প্রধানমন্ত্রীকে ভয় পাচ্ছেন না।” আরএসএসের সঙ্গে কংগ্রেসের আদর্শগত ফারাকের কথা উল্লেখ করে রাহুল বলেন, “আরএসএস বিশ্বাস করে ভারত আসলে একটি ধারণা। আর আমরা মনে করি ভারত হল বহু ধারণার সমন্বয়।” নিজের বক্তব্যের সমর্থনে ভারতের ভাষাগত, ধর্মীয় এবং জাতিগত বৈচিত্রের কথাও উল্লেখ করেছেন লোকসভার বিরোধী দলনেতা।

Advertisement

 

[আরও পড়ুন: এবার ভারতে থাবা মাঙ্কিপক্সের! বিদেশফেরত যুবককে নিয়ে বাড়ছে আশঙ্কা]

বিদেশে নিজের বক্তৃতায় রাহুল বলেন, বিজেপি/ আরএসএস বিশ্বাস করে যে মহিলারা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, “ঘরের কাজ করবেন, যেমন রান্নাবান্না, বেশি কথা বলবেন না, অপরপক্ষে আমরা মনে করি, মহিলার তাঁদের ইচ্ছা অনুযায়ী চলবেন।” কংগ্রেস নেতার আরএসএস সংক্রান্ত এই বক্তব্যকে খণ্ডন করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় গিরিরাজ সিং। তিনি বলেন, একজন দেশদ্রোহী কখনওই আরএসএসকে বুঝবে না। আরএসএসকে বুঝতে হলে অনেকবার জন্ম নিতে হবে। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারির বক্তব্য, আসলে চিনের হয়ে ব্যাটন ধরেছেন রাহুল। তাঁর বক্তব্য ভারত বিরোধী, দেশের মহিলাদের বিরোধী। এই কারণেই রাহুল গান্ধীকে প্রত্যাখ্যান করেছে ভারতের মানুষ, ২০১৪, ২০১৯, এবং ২০২৪ সালে।

 

[আরও পড়ুন: আরও মজবুত সম্পর্ক, মোদি-সাক্ষাতে বন্ধুত্ব কায়েম রাখার বার্তা আবু ধাবির যুবরাজের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement