Advertisement
Advertisement
INDIA Alliance

‘ওকে আমাদের দরকার নেই’, নীতীশকে পালটা তোপ রাহুলের

সামান্য চাপে মাথা নুইয়েছেন নীতীশ, বক্তব্য রাহুলের।

Rahul Gandhi says Nitish Kumar quit INDIA alliance due to Bihar caste survey | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 30, 2024 6:20 pm
  • Updated:January 30, 2024 6:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যার হাত ধরে ইন্ডিয়া জোটের সূত্রপাত, তিনিই ছেড়ে গিয়েছেন কংগ্রেসের হাত। লোকসভা ভোটের তিনমাস আগে নীতীশ কুমার (Nitish Kumar) ফের ‘পালটি’ মারায় রীতিমতো অস্বস্তিতে বিরোধী শিবির। সেই অস্বস্তি ঢাকতে এবার আসরে নামলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।  কংগ্রেস নেতা বলে গেলেন, নীতীশ কুমার সামান্য চাপেই বিজেপির কাছে মাথা নুইয়েছেন। এতে কোনও প্রভাব পড়বে না। 

রাহুল গান্ধী বলছেন, নীতীশ কুমার ইন্ডিয়া জোটের সঙ্গ ছেড়ে এনডিএ (NDA) জোটে যোগ দিয়েছেন, কারণ তাঁকে আমরা জাতিগত জনগণনায় জোর দিয়েছিলাম। আমি সোজা বলেছিলাম, নীতীশজি আপনাকে জাতিগত জনগণনা করতে হবে। আরজেডি আর আমরা চাপ দিচ্ছিলাম। কিন্তু বিজেপির সেটা পছন্দ হয়নি। ওরা নীতীশ কুমারকে ব্যাক ডোরের রাস্তা দেখায়। আর নীতীশজি তাতেই পালিয়ে গেলেন।” রাহুলের বক্তব্য, “আসলে আমাদের জোট মানুষের ইস্যু তুলে ধরছিল। সেকারণেই নীতীশের উপর চাপ আসছিল। তাঁর শিবির বদলে কোনও প্রভাব পড়বে না।”

Advertisement

[আরও পডুন: আরএসএস নেতা খুনে পপুলার ফ্রন্টের ১৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত]

গত দু’-দশকে বিহারে পাঁচবার সরকার বদল হয়েছে, কিন্তু মুখ‌্যমন্ত্রী থেকে গিয়েছেন নীতীশ কুমারই (Nitish Kumar)। এর মধ্যে দু’টি সরকার বিজেপি-বিরোধী মহাজোটের এবং তিনটি সরকার এনডিএ-র, যার অন‌্যতম শরিক বিজেপি। কিছুদিন আগেও যে নীতীশ ইন্ডিয়া জোটের মাথা হিসাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করে গিয়েছেন, তিনিই আবার চুপি চুপি গিয়ে যোগ দিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে।

[আরও পড়ুন: বাজেট অধিবেশনেই CAA লাগুর পরিকল্পনা! কোন পথে হাঁটছে কেন্দ্র?]

নীতীশের এই শিবির বদল যে ইন্ডিয়া শিবিরের জন্য বিরাট ধাক্কা, সেটা বোলার অপেক্ষা রাখে না। একে তো নীতীশ শিবির বদল করায় বিহারে মহাজোট ভালোমতো দুর্বল হল। তার উপর বড়সড় ধাক্কা খেল ইন্ডিয়া জোটের ভাবমূর্তি। যদিও রাহুল গান্ধী এই ধাক্কার তত্ত্ব মানতে নারাজ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement