Advertisement
Advertisement
Rahul Gandhi

টানা দেড় মাস পর ‘ভারত জোড়ো’ যাত্রায় দীপাবলির ‘বিরতি’, দিল্লি ফিরলেন রাহুল গান্ধী

বুধবার কংগ্রেস সভাপতি হিসেবে মল্লিকার্জুন খাড়গের অভিষেকে থাকবেন সোনিয়াপুত্র।

Rahul Gandhi returns to Delhi on Diwali from 'Bharat Jodo Yatra' | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 24, 2022 8:48 pm
  • Updated:October 24, 2022 8:48 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: দেড় মাসে দু’ হাজার তিনশো আঠারো কিলোমিটার পথ হেঁটেছেন। এবার একটু বিশ্রাম। তিনদিনের জন্য দিল্লি এলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। দীপাবলিতে পরিবারের সঙ্গে থাকা ও বুধবার কংগ্রেসের (Congress) নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গের দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকতেই এই সাময়িক বিরতি। রবিবার যেখানে শেষ করেছিলেন যাত্রা, তেলেঙ্গানার সেই মাকথাল গ্রাম থেকেই ফের হাঁটা শুরু করবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রা (Bharat Jodo Yatra)। তারপর থেকে কেটে গিয়েছে ৪৫ দিন। মাঝে দশেরার দু’দিন ছাড়া যাত্রীদের বিশ্রাম দিতে আর মাত্র তিনদিন বন্ধ ছিল কাশ্মীরের উদ্দেশ্যে রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রা। তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ হয়ে রবিবার তেলেঙ্গানায় ঢুকেছেন কংগ্রেসের ভারত যাত্রীরা। এরপরই দীপাবলির (Diwali) জন্য তিনদিনের বিশ্রামের ঘোষণা হয়। মাকথাল থেকেই রাহুল রওনা দেন দিল্লির (Delhi) উদ্দেশে।

Advertisement

[আরও পড়ুন: ব্রিটেনের প্রধানমন্ত্রী অ-শ্বেতাঙ্গ ঋষি সুনাক, দীপাবলিতে ইতিহাস তৈরি ভারতীয় বংশোদ্ভূতের]

গোটা দেশ যখন মেতেছে আলোর উৎসবে, তখন ২৪, আকবর রোডে লেগেছে নতুন সভাপতিকে বরণ করে নেওয়ার রংও। ফুলে, আলোয় সেজে উঠছে কংগ্রেস সদর দপ্তর। বিদায়ী অন্তর্বর্তীকালীন সোনিয়া গান্ধীর কাছ থেকে বুধবার সেখানে দায়িত্ব গ্রহণ করবেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। দেখার শুধু আলোর উৎসব শেষে তিনি নিজের দলকে নতুন আলোর সন্ধান দিতে পারেন কিনা। যদিও শোনা যাচ্ছে দায়িত্ব নেওয়ার আগে থেকেই কাজ শুরু করে দিয়েছেন খাড়গে।

[আরও পড়ুন: নগদ ১ লক্ষ টাকা, সোনা-রুপো, শাড়ি-ধুতি, মহার্ঘ দিওয়ালি উপহার বিলিয়ে বিতর্কে কর্ণাটকের মন্ত্রী]

কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই কংগ্রেসের অনগ্রসর শাখার চেয়ারম্যান রাজেশ লিলোঠিয়া বুথ থেকে শুরু করে সর্বভারতীয় প্রতিটি কমিটি ভেঙে দিয়েছেন। খাড়গের কাছে দেশের বিভিন্ন জাতি, ধর্মের নাগরিক সংক্রান্ত নানা তথ্যও পাঠানো হয়েছে। নিজের পছন্দমতো নতুন কমিটি তৈরি করতে চলেছেন খাড়গে। দলিত নেতাকে সামনে রেখে এবার ‘দলিত জোড়ো’-র কাজও শুরু করে দিচ্ছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement