Advertisement
Advertisement

সেনার বকেয়া মিটিয়ে দিতে মোদিকে চিঠি রাহুলের

শুধু দীপাবলির শুভেচ্ছা নয়, সেনার সুখ-সুবিধার খোঁজ নিয়েই তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পথ বাছলেন রাহুল৷

Rahul Gandhi Requests Modi to implement OROP meaningfully
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 29, 2016 4:49 pm
  • Updated:October 29, 2016 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতির অভিযোগ তুলে তাঁর দেশপ্রেমই প্রশ্নের মুখে পড়েছিল৷ সে অভিযোগ ঘুচিয়ে ফের সেনাদের জন্য সরব হলেন রাহুল গান্ধী৷ ‘ওয়ান ব়্যাঙ্ক, ওয়ান পেনশন’ প্রকল্পের যথার্থ রূপায়ণের জন্য তদ্বির করলেন প্রধানমন্ত্রীর দরবারে৷

দীপাবলিতে প্রধানমন্ত্রীর অ্যাপের মাধ্যমে সেনাকে শুভেচ্ছা জানানোর প্রকল্প নেওয়া হয়েছে৷ বিভিন্ন ক্ষেত্রের সেলেব-সহ সাধারণ মানুষ সে ডাকা সাড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় সেনাকে৷ এই ভাবাবেগে কংগ্রেস পিছিয়ে পড়ুক, তা চাননি সহ-সভাপতি৷ তাই সেনাদের শুভেচ্ছা জানিয়েই থেমে থাকলেন না৷ টেনে আনলেন এক পদ এক পেনশন প্রকল্পটিকে৷ যে প্রকল্পের রূপায়ণ নিয়ে অসন্তোষ আছে খোদ সেনার অভ্যন্তরেও৷ মোদি সরকার যতই সেনার সাফল্যকে সেলিব্রেট করুক, অভ্যন্তরীণ বেশ কিছু বিষয়ে জটিলতা এখনও থেকে গিয়েছে৷ সেদিকেই ইঙ্গিত করলেন রাহুল৷ জানালেন, শুধু কথায় কাজ করে সেনাদের পাশে দাঁড়ানো উচিত৷ পেনশন হোক বা ক্ষতিপূরণ – সেনাদের সব বকেয়া যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেওয়া প্রয়োজন৷ আর সে কাজে তাড়া দিয়েই প্রধানমন্ত্রীর দরবারে চিঠি লিখলেন তিনি৷এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন না হওয়া যে সেনাদের মানসিকভাবে পিছিয়ে দিচ্ছে এমনটাই অভিমত রাহুলের৷

Advertisement

রাজনৈতিক মহলের ধারণা, এই চিঠিতে অনেকগুলো উদ্দেশ্য সাধন করলেন রাহুল৷ সেনার সাফল্য যেভাবে বিজেপির ঘর গোছানোর কাজে লাগছে তাতে বেশ ঘুরিয়ে বাধা দিলেন৷ কেননা সেনার অভ্যন্তরের অসন্তোষের প্রসঙ্গটি টেনে এনে দেখাতে চাইলেন, সেনার সাফল্য যাঁরা উদযাপন করছে তাঁরা সেনাকে কোন কোন পরিষেবা দিতে পারছে না৷ দ্বিতীয়ত, সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়ে বিজেপির আক্রমণে তাঁর গায়ে যে দেশবিরোধী তকমা লেগেছিল তা এই চিঠি দিয়েই মুছে ফেলতে চাইলেন তিনি৷ দেশবাসীকে বোঝালেন, সেনার জন্য ভাবনায় তিনিও কিছু কম যান না৷ আর তাই শুধু দীপাবলির শুভেচ্ছা নয়, সেনার সুখ-সুবিধার খোঁজ নিয়েই তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পথ বাছলেন রাহুল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement