সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিত শাহর ‘নেহরু খোঁচা’র পালটা দিলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতার কটাক্ষ, নতুন নতুন ইতিহাস লেখার অভ্যাস রয়েছে শাহর। সোমবারই স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, দেশের প্রথম প্রধানমন্ত্রীর ভুলের মাশুল গুনতে হয়েছে দেশকে।
রাহুল (Rahul Gandhi) এদিন সেই মন্তব্যের জবাবে সংসদের বাইরে সংবাদমাধ্যমকে বলেন, ”পণ্ডিত নেহরু দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। বহু বছর কাটিয়েছেন জেলে। অমিত শাহ ইতিহাস জানেন না। আমি অবশ্য আশাও করি না তিনি ইতিহাস জানবেন। ওঁর তো অভ্যাস রয়েছে নতুন নতুন ইতিহাস লেখার। এসব আসলে মানুষকে আসল ইস্যু থেকে দূরে সরাতেই বলা।”
সোমবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ জানায়, সংবিধান মেনেই উপত্যকার বিশেষ মর্যাদা বাতিল হয়েছে। এছাড়াও আগামী বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনেরও নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। এই প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ (Amit Shah) দুষেছেন কংগ্রেস এবং নেহেরুকে। তিনি বলেন, “সুপ্রিম কোর্টের আজকের রায়ও পছন্দ হয়নি কংগ্রেসের। স্বাভাবিক। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় অসময়ে যুদ্ধবিরতি না হলে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (Kashmir) বলে কিছু থাকত না। আমরাই জিতেছিলাম। যদি আর দুই দিন অপেক্ষা করতেন নেহরু, তাহলেই পুরো কাশ্মীর আমাদের হত।”
প্রসঙ্গত, বুধবার সংসদে এর প্রতিবাদ করেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, “বিজেপি নেতারা অহেতুক জওহরলাল নেহেরুর সমালোচনা করেন। কাশ্মীরে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে দিনব্যাপী আলোচনার দাবি জানাচ্ছি।” এবার শাহকে কটাক্ষ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.