সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আটমাস অতিক্রান্ত। বিতর্কিত তিন কৃষি আইনের (Farm Laws) বিরুদ্ধে এখনও দেশজুড়ে লড়াই চালিয়ে যাচ্ছে কৃষক সংগঠনগুলি। অন্যদিকে, আইন বাতিল না করা নিয়ে অনড় কেন্দ্রও। ইতিমধ্যে বাদল অধিবেশন চলাকালীনই বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। এই পরিস্থিতিতে এবার তাঁদের পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার বিতর্কিত কৃষি আইনের নজিরবিহীন প্রতিবাদ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।
এদিন ট্রাক্টর চালিয়ে সংসদে গেলেন রাহুল গান্ধী। বিজয়চক দিয়ে সংসদে প্রবেশ করেন তিনি। সঙ্গে ছিলেন পাঞ্জাব-হরিয়ানার একাধিক সাংসদ। কংগ্রেসের তরফ থেকে টুইট করা ভিডিওয় দেখা যাচ্ছে, ট্রাক্টরে চালকের আসনে বসে রাহুল। পাশে আরও বেশ কয়েকজন সাংসদ। ট্রাক্টরের সামনে আবার বড় একটি ব্যানারও লাগানো ছিল। তাতে লেখা ছিল, বিতর্কিত কৃষি আইন কেন্দ্রকে ফেরত নিতে হবে। এরপরই সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখার সময় কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, “তিন কৃষি আইন অবিলম্বে বাতিল বাতিল করতে হবে। এই তিন আইন কৃষক বিরোধী। এতে কৃষকদের কোনও লাভ হবে না। বরং দেশের দু-তিনজন শিল্পপতিই লাভবান হবেন। আমি কৃষকদের আওয়াজই সংসদে তুলে ধরতে চাই। কারণ কেন্দ্র সংসদে এই নিয়ে কোনও আলোচনা করতে দিচ্ছে না।”
We oppose these laws. We’ll make sure Govt is forced to take back these laws. We are standing with the farmers, we will help them and ensure the BJP Govt takes back these laws: Shri @RahulGandhi#RahulGandhiWithFarmers pic.twitter.com/zDdfgdvE5U
— Congress (@INCIndia) July 26, 2021
I want to tell all the farmers that the entire country is standing with you. Jai Jawan Jai Kisan: Shri @RahulGandhi#RahulGandhiWithFarmers pic.twitter.com/IiSdIR8h9G
— Congress (@INCIndia) July 26, 2021
किसान विरोधी नरेंद्र मोदी सरकार के खिलाफ विरोध का स्वर हर जगह गूंज रहा है।
इसी बौखलाहट में दिल्ली पुलिस ने अन्नदाता के पक्ष में आवाज बुलंद कर रहे कांग्रेस महासचिव श्री @rssurjewala व @IYC अध्यक्ष श्री @srinivasiyc को साथियों सहित हिरासत में ले लिया है।#RahulGandhiWithFarmers pic.twitter.com/aFlhm2TkEA
— Congress (@INCIndia) July 26, 2021
এদিকে, বিজয়চকের সামনে বিক্ষোভ দেখানোয় ১৪৪ ধারা ভাঙার অপরাধে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালার সঙ্গে বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে সপ্তাহের শুরুর দিনই কার্যত অচল হয়ে গেল সংসদের দুই কক্ষ। বিরোধীদের হট্টগোলের জেরে দুপুর ১২ টো পর্যন্ত স্থগিত রাজ্যসভা এবং দুপুর ২ টো পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে লোকসভা।
তবে এই প্রথম নয়, এর আগে বাদল অধিবেশনের প্রথম দিন পেট্রল-ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সাইকেল চালিয়ে সংসদের উদ্দেশে রওনা দিয়েছিলেন ডেরেক ও’ ব্রায়েন, শান্তনু সেনরা। যদিও মাঝপথেই ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেওয়া হয়েছিল। এবার তৃণমূলের দেখানো প্রতিবাদের রাস্তাতেই কার্যত হাঁটলেন রাহুল গান্ধীও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.