Advertisement
Advertisement
Rahul Gandhi

ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব শীঘ্রই, কেরলের আয়ুর্বেদ কেন্দ্রে হাঁটুর চিকিৎসায় রাহুল

যাত্রার দ্বিতীয় ভাগে গুজরাট থেকে উত্তর-পূর্ব ভারতের দিকে যাবেন রাহুল।

Rahul Gandhi preparing for Bharat Jodo Yatra 2 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 28, 2023 4:25 pm
  • Updated:July 28, 2023 4:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত জোড়ো (Bharat Jodo) যাত্রার প্রথম পর্ব শুরুর কয়েকদিনের মধ্যেই চাগাড় দিয়ে উঠেছিল পুরনো হাঁটুর ব্যাথা। যা গোটা যাত্রাতেই ভুগিয়েছে। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় ভাগের আগে তাই হাঁটুর ব্যাথা সারাতে আয়ুর্বেদের দ্বারস্থ হয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কেরলের আয়ুর্বেদ কেন্দ্রে রাহুলের হাঁটুর পুরনো ব্যথার চিকিৎসা চলছে। মমল্লপুরমের কোট্টাকালে আর্য বৈদ্যশালায় হাঁটুর চিকিৎসা করাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Rahul Gandhi preparing for Bharat Jodo Yatra 2

Advertisement

কংগ্রেস (Congress) সূত্রের খবর, দলের অন্দরে ইতিমধ্যেই জোরকদমে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাহুল চাইছিলেন ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে যাত্রা শুরু করতে। কিন্তু এত দ্রুত সব প্রস্তুতি সম্ভব নয়। তাই ১২ সেপ্টেম্বর বা সেদিনও না হলে ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে যাত্রা শুরু করবেন তিনি। সেই সম্ভাবনাই বেশি।

[আরও পড়ুন: মুসলিম নারীদের জন্য হাজার টাকা দাবি, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে দলের অস্বস্তি বাড়ালেন হুমায়ুন কবীর]

আগেরবার ভারতের দক্ষিণ থেকে উত্তর ভারতের দিকে যাত্রা করেছিলেন কংগ্রেস নেতা। এবার যাত্রা হবে পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে। সব ঠিক থাকলে গুজরাটের সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু হবে। শেষ হবে ত্রিপুরার রাজধানী আগরতলাতে। এবারের যাত্রা গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড হয়ে উত্তর-পূর্ব ভারতে ঢুকবে। আগেরবারের তুলনায় রাহুলের এবারের যাত্রা কংগ্রেসের জন্য বেশি চ্যালেঞ্জিং। কারণ পূর্ব ভারতের অধিকাংশ রাজ্যেই কংগ্রেসের সাংগঠনিক শক্তি উত্তর ও দক্ষিণ ভারতের থেকে বেশি তলানিতে। সেক্ষেত্রে যাত্রা সফলভাবে আয়োজন করার জন্য স্থানীয় দলগুলির সাহায্য চাইতে পারেন রাহুল গান্ধী।

[আরও পড়ুন: বিমানবন্দরে অপেক্ষায় রাজ্যপাল, অথচ তাঁকে ছাড়াই উড়ল বিমান! খেপে লাল আধিকারিকরা]

কংগ্রেস সূত্রের খবর, আগামী ২৫ ও ২৬ আগস্ট মুম্বইতে ‘ইন্ডিয়া’ জোটের যে বৈঠক হবে, তাতে সমস্ত বিরোধী নেতাদের যাত্রায় শামিল হওয়ার অনুরোধ জানানো হবে। সূত্রের খবর, এবারের যাত্রায় জোর দেওয়া হবে গুজরাট এবং উত্তরপ্রদেশে। এই দুই রাজ্যে লোকসভার ১০৬টি আসন। আগের লোকসভা নির্বাচনে এর মধ্যে ৯০টির বেশি আসন গিয়েছিল বিজেপির দখলে। কংগ্রেস নেতৃত্ব মনে করছে, গুজরাট এবং উত্তরপ্রদেশে বিজেপিকে (BJP) ধাক্কা দিতে না পারলে লোকসভায় তাঁদের হারানো কঠিন। তাই রাহুল যাত্রার দ্বিতীয়ভাগে বেশিরভাগ সময় কাটাবেন এই দুই রাজ্যেই। শুধু উত্তরপ্রদেশেই তিনি থাকতে পারেন ১৫ দিন। উত্তরপ্রদেশের যাত্রায় অখিলেশ যাদবকেও শামিল করার চেষ্টা করা হবে বলে সূত্রের দাবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement