সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। হু হু করে বেড়ে গিয়েছে সংক্রমণের মাত্রা। সেই সঙ্গে অক্সিজেনের ঘাটতি, হাসপাতালে বেডের জন্য হাহাকার, পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এই অবস্থায় সমালোচনার মুখে পড়ে মোদি সরকার সকলকে ‘পজিটিভ’ থাকার বার্তা দিয়েছে। যার জন্য নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) থেকে তৃণমূল কংগ্রেসের সদ্য ‘প্রাক্তন’ হওয়া নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore), বিরোধীদের তোপের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রকে।
বুধবার সকালে করা এক টুইটে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তোপ দাগেন মোদি সরকারকে। তিনি তাঁর টুইটারে লেখেন, ‘‘সদর্থক ভাবনার এই সান্ত্বনা স্বাস্থ্যকর্মী ও সেই সব পরিবারের কাছে ঠাট্টার মতো শোনায় যাঁরা নিজেদের আপনজনদের হারিয়েছেন এবং অক্সিজেন, হাসপাতাল ও ওষুধের ঘাটতিতে ভুগেছেন। বালির মধ্যে মুখ গুঁজে রাখাটা সদর্থকতা নয়। এটা দেশবাসীর সঙ্গে প্রবঞ্চনা।’’
सकारात्मक सोच की झूठी तसल्ली स्वास्थ्य कर्मचारियों व उन परिवारों के साथ मज़ाक़ है जिन्होंने अपनों को खोया है और ऑक्सीजन-अस्पताल-दवा की कमी झेल रहे हैं।
रेत में सर डालना सकारात्मक नहीं, देशवासियों के साथ धोखा है। pic.twitter.com/0e1kRxrAZI
— Rahul Gandhi (@RahulGandhi) May 12, 2021
এদিকে প্রশান্ত কিশোরও তাঁর টুইটে আক্রমণ করেছেন কেন্দ্রকে। তাঁর অভিযোগ, সদর্থকতা বা পজিটিভিটি ছড়ানোর নামে মিথ্যে কথা ও প্রোপাগান্ডা ছড়াতে চেষ্টা করছে সরকার। তিনি লেখেন, ‘‘পজিটিভ হতে গেলে সরকারের অন্ধ স্তাবক হওয়ার প্রয়োজন পড়ে না।’’
In the face of a grieving nation and tragedies unfolding all around us, the continued attempt to push FALSEHOOD and PROPAGANDA in the name of spreading POSITIVITY is disgusting!
For being positive we don’t have to become blind propagandist of the Govt.
— Prashant Kishor (@PrashantKishor) May 12, 2021
দেশে তো বটেই, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে সম্প্রতি বারবার সমালোচিত হয়েছে মোদি সরকার। বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাত সামলাতে ‘ব্যর্থ’ কেন্দ্র। এই পরিস্থিতিতে ক্রমশই অস্বস্তি বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও তাঁর সরকারের।
এই পরিস্থিতিতে সরকার কী কী ‘পজিটিভ’ কাজ করছে তা তুলে ধরতে চাইছে কেন্দ্র। গত সপ্তাহে বহু উচ্চপদস্থ সরকারি অফিসারদের একটি ওয়ার্কশপও করানো হয় এই নিয়ে। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীরা বারবার টুইট করছেন অক্সিজেন এক্সপ্রেসের মতো পদক্ষেপের জয়গান গেয়ে। সম্প্রতি বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধীকে চিঠি লিখেও অভিযোগ করেছেন যে, কংগ্রেস নেতারাই করোনা পরিস্থিতিতে ভুয়ো খবর ছড়াচ্ছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.