Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

‘উনিই সবচেয়ে ভাল রান্না করেন’, কোন রাজনীতিককে দরাজ সার্টিফিকেট দিলেন রাহুল?

প্রিয় খাবার-সহ নানা বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন কংগ্রেস নেতা।

Rahul Gandhi opens up on best cook among politicians | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 23, 2023 6:28 pm
  • Updated:April 23, 2023 6:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের তালিকায় রয়েছেন তিনি। অনেক ক্ষেত্রেই বিরোধীদের মুখ হিসাবেও তুলে ধরা হয় তাঁকে। সেই রাহুল গান্ধী (Rahul Gandhi) এবার ফাঁস করলেন, রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে কে সবেচেয়ে ভাল রান্না করেন! সেই সঙ্গে নিজের খাদ্যাভাসের কথাও জানিয়েছেন কংগ্রেস নেতা। নানা ধরনের নতুন খাবার চেখে দেখতে পছন্দ করেন রাহুল। কয়েকদিন আগে দিল্লিতে তাঁর খাদ্য সফরের ভিডিও বেশ ভাইরাল হয়েছিল।

‘খানে মে ক্যায়া হ্যায়’ নামে একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন লোকসভার প্রাক্তন সাংসদ। তিনি জানান, সকালে উঠে সাধারণত কফি খেতে পছন্দ করেন। কিন্তু রাত হয়ে গেলে তাঁর চা চাই। এছাড়াও, ভারতীয় মিষ্টির বিশেষ ভক্ত রাহুল। বিখ্যাত ফরাসি ডেসার্ট বাদ দিয়ে ভারতের মিষ্টি খেতেই বেশি পছন্দ করেন। তবে ঝাল খাবার একেবারেই তাঁর মুখে রোচে না। উপায় থাকলে মিষ্টি খাবারই খোঁজেন রাহুল।

Advertisement

সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, রাজনীতিবিদরা কি রান্না করতে পারেন? বেশ চমকে দেওয়া উত্তর আসে রাহুলের থেকে। তিনি বলেন, “লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) তো বেশ ভাল রান্না করতে পারেন। তবে রাজনীতিবিদদের মধ্যে রান্নার ক্ষেত্রে সেরা আমার মা (Sonia Gandhi)। যদিও এই কথা বললে আমার বোন খুব রেগে যাবে। তবে সেরা রাঁধুনির তালিকায় দ্বিতীয় স্থানে রাখব প্রিয়াঙ্কাকে (Priyanka Gandhi)।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rahul Gandhi (@rahulgandhi)

লোকসভার সাংসদ পদ খারিজ হওয়ার জেরে দিল্লিতে নিজের বাংলো খালি করে দিয়েছেন রাহুল গান্ধী। তার আগেই একদিন দিল্লি জুড়ে নানা খাবার চেখে দেখেন তিনি। ঝটিকা খাদ্য সফরে বেরিয়ে শরবত, ফুচকার মতো নানা রকমের জিনিস খান। বিভিন্ন রেস্তরাঁয়ও প্রায়শই দেখা যায় কংগ্রেস নেতাকে। তবে নানারকম খাবার খাওয়ার পাশাপাশি শরীরচর্চার দিকেও সমান নজর থাকে কংগ্রেসের প্রাক্তন সভাপতির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement