Advertisement
Advertisement
কংগ্রেস

হারের দায় নিয়ে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ রাহুলের, বাদ সাধল দল

সংগঠনের অভাবেই পরাজয়, মানলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা৷

Rahul Gandhi offers to resign as Congress president, party rejects decision
Published by: Tanujit Das
  • Posted:May 25, 2019 2:17 pm
  • Updated:May 25, 2019 2:17 pm  

সোম রায়, নয়াদিল্লি: ফলাফল ঘোষণার দিন ইঙ্গিত মিলেছিল৷ যা সত্যি হল শনিবার৷ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে খারাপ ফলের দায় নিয়ে ওয়ার্কিং কমিটির বৈঠকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন দলের সভাপতি রাহুল গান্ধী৷ মেনে নিলেন খাদের ধারে এসে দাঁড়িয়েছে দল৷ এখান থেকে উদ্ধার পেতে হলে, এখনই দলের খোলনলচে পালটে খেলতে হবে৷ দলের সংগঠনে আমূল পরিবর্তন আনতে হবে৷

[ আরও ভিডিও: লোকসভায় ২৭ জন মুসলিম প্রার্থীর জয়, একজনও বিজেপির নন]

Advertisement

সূত্রের খবর, এদিন ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতেই পরাজয়ের সম্পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নেন কংগ্রেস সভাপতি৷ জানান, যেহেতু তাঁর নেতৃত্বেই এবার দল লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন৷ তিনি ছিলেন প্রচারের মুখ৷ তাই এই হারের দায় তাঁর উপরেই বর্তায়৷ এরপরই সভাপতির পদ থেকে তিনি পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন বলে কংগ্রেস সূত্রে খবর৷ তবে তাঁর এই প্রস্তাবে সাঁয় দেননি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অন্যান্য সদস্যরা৷ যদিও এই রাহুলের পদত্যাগের ইচ্ছাপ্রকাশের বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছে কংগ্রেসের মুখপাত্র রণবীর সিং সুরজেওয়ালা৷ এমন কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি৷ জানা গিয়েছে, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্রেসের যে ফলাফল হয়েছে, সেই বিষয়ে এদিন আশঙ্কা প্রকাশ করেন ওয়ার্কিং কমিটির অন্যান্য সদস্যরা৷ তাঁরা স্বীকার করে নেন, সংগঠনের অভাবে মানুষের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছে দল৷ সেকারণেই দলের সংগঠনে পরিবর্তনের প্রয়োজন৷ এদিনের ওয়ার্কিং কমিটির বৈঠকে হাজির ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী-সহ কংগ্রেসের একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রীরা৷

[ আরও পড়ুন: গোমাংস রাখার অভিযোগে মুসলিমদের বেধড়ক মার, ভাইরাল গোরক্ষকদের তাণ্ডবের ভিডিও ]

একদিকে কংগ্রেস যখন আত্মসমীক্ষায় ব্যস্ত, তখন রাহুল গান্ধীর উপর আস্থা প্রকাশ করলেন ডিএমকে নেতা স্ট্যালিন৷ রাহুলের নেতৃত্বেই ইউপিএ আবার ঘুরে দাঁড়াবে বলে জানান তিনি৷ কংগ্রেস সভাপতিই দেশের আগামী প্রধানমন্ত্রী হবে বলেও জানান তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement