সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও অস্বস্তিতে রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার পাটনার (Patna) এক আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হল কংগ্রেস নেতাকে। ১২ এপ্রিল তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। ‘মোদি পদবি’ মন্তব্যের জেরে আগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে সুরাট আদালত। এবার বিহারের বিশেষ আদালত ডেকে পাঠাল তাঁকে।
বিজেপি নেতা সুশীলকুমার মোদি রাহুলের নামে অভিযোগ দায়ের করার পরই সেই সূত্রে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে ডেকে পাঠাল পাটনার ওই আদালত। সপ্তাহখানেক আগে সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে রাহুলের। এর মধ্যেই সমস্যা আরও বাড়ল তাঁর। আদালত ইতিমধ্যেই সুশীল মোদি, বাঁকিপুরের প্রাক্তন বিধায়ক-মন্ত্রী নীতিন নবীন-সহ আরও অনেকেরই বক্তব্য রেকর্ড করেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ভোটের প্রচার চলাকালীন তৎকালীন কংগ্রেস (Congress) সভাপতি কর্ণাটকের কোলারের এক সভায় ছড়া কেটে বলেছিলেন, “নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি। এদের প্রত্যেকের নামেই মোদি আছে কেন? সব চোরেদের নামেই মোদি কেন থাকে?” কংগ্রেস নেতার সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন একাধিক বিজেপি নেতা। চারবছর ধরে সেই মামলা চলার পর অবশেষে আদালত তাঁকে ২ বছরের জেলের সাজা শুনিয়েছে। এবার বিহারের আদালতে দায়ের হল নয়া মামলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.