সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার ১৯ জুন রাহুল গান্ধীর (Rahul Gandhi) ৫৩তম জন্মদিন। সকাল থেকে শুভেচ্ছা বন্যায় ভাসছেন কংগ্রেস নেতা। দলীয় কর্মীরা নানাভাবে উদযাপন করছেন শীর্ষ নেতার আবির্ভাব দিবস। তার মধ্যেই মহারাষ্ট্রের (Maharashtra) থানাতে অভিনব পোস্টার দেখা গেল। যা কংগ্রেস (Congress) সমর্থকদের ইচ্ছের প্রকাশ। ওই পোস্টারে লেখা হয়েছে, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী রাহুল গান্ধী।
রাহুলের জন্মদিন উপলক্ষে বিরাট পোস্টারটি তৈরি করেছেন থানের এক কংগ্রেস নেতা। পোস্টারে রয়েছে একাধিক দলীয় শীর্ষ নেতার ছবি। তবে সব থেকে বড় ছবিটি অবশ্যই রাহুলের। পোস্টারটির একদিকে লেখা হয়েছে “পরবর্তী প্রধানমন্ত্রী রাহুল গান্ধী”। উল্লেখ্য করা হয়েছে ভারত জোড়ো যাত্রার কথাও। স্বদেশী ঐক্যের বার্তা দিয়ে লেখা হয়েছে, “নফরত ছোড়ো, ভারত জোড়ো”।
সোমবার নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গোটা দেশেই কংগ্রেস দপ্তরের আশপাশে পড়েছে একাধিক পোস্টার। দিল্লিতে ৫ কিলোমিটার প্রতীকী ভারত জোড়ো যাত্রারও আয়োজন করা হয়েছিল। সাধারণ সমর্থকদের পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও (Mallikarjun Kharge) টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকে। খাড়গে লিখেছেন, “জন্মদিনে শ্রী রাহুল গান্ধীকে উষ্ণ শুভেচ্ছা জানাই। সাংবিধানিক মূল্যবোধের প্রতি আপনার অদম্য অঙ্গীকার এবং প্রতিকূলতার মধ্যে আপনার অদম্য সাহস প্রশংসনীয়। এভাবেই সহানুভূতি এবং সম্প্রীতির বার্তা ছড়ান। ক্ষমতাবানের সামনে এভাবেই সত্যি কথা বলুন। কোটি কোটি ভারতীয়র কণ্ঠস্বর হয়ে উঠুন। “
Heartiest birthday wishes to Shri @RahulGandhi ji.
Wishing you good health and a wonderful year ahead!
— Mamata Banerjee (@MamataOfficial) June 19, 2023
এদিন দলের তরফেও টুইট করে শুভেচ্ছা জানানো হয়েছে কংগ্রেস নেতাকে। রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইট বার্তায় তিনি লিখেছেন, “শ্রী রাহুল গান্ধীজিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি। সুন্দর হোক বছরের আগামী দিনগুলি।” উল্লেখ্যযোগ্য ভাবে রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, “ভারতের গণতান্ত্রিক নৈতিকতা রক্ষা করুন। আসুন আমরা একসঙ্গে এগিয়ে চলি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.