সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক যোগ দিবসে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিতর্কিত টুইট৷ আর সেই টুইটকে কেন্দ্র করেই জাতীয় রাজনীতিতে তুঙ্গে চর্চা৷ ভারতীয় জওয়ান এবং সেনার ডগ স্কোয়াডকে অপমান করার অভিযোগ উঠেছে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে৷ যাকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ এবং বিজেপির তরুণ সাংসদ তেজস্বী সূর্য৷
[ আরও পড়ুন: টর্চের আলোতেই ক্ষতে সেলাই, হাসপাতালের পরিষেবায় ক্ষুব্ধ রোগীর পরিবার]
সমগ্র বিশ্বজুড়ে শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস৷ প্রত্যেক বছরের মতো এবারও যোগ দিবসে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শামিল হয়েছেন অন্যান্য বিজেপি সাংসদরা৷ দেশের বিভিন্ন প্রান্তে যোগাসনে অংশ নিয়েছেন গেরুয়া শিবিরের নেতা, কর্মী-সমর্থকরা৷ মানুষের মধ্যে যোগাসনের অভ্যাস বাড়াতে তৎপর হয়েছে গেরুয়া শিবির৷ দিনটি উদযাপন করেছেন সেনা জওয়ানরা৷ বাদ যায়নি সেনার ডগ স্কোয়াডও৷ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়েছে৷ যেখানে জওয়ানদের সঙ্গে যোগাসন করতে দেখা গিয়েছে ডগ স্কোয়াডের সদস্যদেরও৷
এই ছবিটিই বিতর্কিতভাবে পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সেনা জওয়ানদের সঙ্গে ডগ স্কোয়াডের যোগাসনের ছবি পোস্ট করে রাহুল গান্ধী কটাক্ষের সুরে টুইটারে লেখেন, ‘নিউ ইন্ডিয়া’৷ তাঁর এই পোস্টকে ঘিরেই শুরু হয়েছে সমালোচনা৷
[ আরও পড়ুন: লোকসভায় আবারও পেশ তিন তালাক বিল, শুরুতেই সরব কংগ্রেস ]
কংগ্রেস সভাপতিকে একহাত নিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ টুইটারে রাহুলের সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি লেখেন, ‘‘কংগ্রেসের নেতিবাচক মনোভাবের প্রমাণ মিলেছে৷ আজ তিন তালাকের বিরুদ্ধে একবার তাঁরা নেতিবাচক মনোভাবের প্রমাণ দিয়েছে৷ এবার যোগ দিবসে সেনাকে অপমান করেও আবারও সেই প্রমাণই দিলেন৷ আশা করি ইতিবাচক পথে এগোবে কংগ্রেস৷ যা কঠোরতম চ্যালেঞ্জের মোকাবিলার শক্তি দেবে তাঁদের৷’’
কেবল শাহ নন, কংগ্রেস সভাপতিকে মোক্ষম উত্তর দিয়েছেন বিজেপির তরুণ তুর্কি তথা দলের সাংসদ তেজস্বী সূর্য৷ তিনি জানান, ‘‘এখনও ওনার শিক্ষা হয়নি৷ দেশের সেনা, বীর জওয়ান, এলিট ডগ স্কোয়াড, যোগাসনের ঐতিহ্য ও দেশকে একযোগে অপমান করেছেন উনি৷’’
New India. pic.twitter.com/10yDJJVAHD
— Rahul Gandhi (@RahulGandhi) June 21, 2019
Congress stands for negativity.
Today, their negativity was seen in their clear support to the medieval practice of Triple Talaq. Now, they mock Yoga Day and insult our forces (yet again!)
Hoping the spirit of positivity will prevail. It can help overcome toughest challenges. https://t.co/sC00yrBcpA
— Amit Shah (@AmitShah) June 21, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.