Advertisement
Advertisement
রাহুল গান্ধী

যোগ দিবসে সেনাকে কটাক্ষ! রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগে সরব অমিত শাহ

কংগ্রেস সভাপতিকে একহাত নিলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য৷

Rahul Gandhi mocks Indian Army, Yoga Day, dogs
Published by: Tanujit Das
  • Posted:June 21, 2019 8:46 pm
  • Updated:June 21, 2019 8:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক যোগ দিবসে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিতর্কিত টুইট৷ আর সেই টুইটকে কেন্দ্র করেই জাতীয় রাজনীতিতে তুঙ্গে চর্চা৷ ভারতীয় জওয়ান এবং সেনার ডগ স্কোয়াডকে অপমান করার অভিযোগ উঠেছে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে৷ যাকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ এবং বিজেপির তরুণ সাংসদ তেজস্বী সূর্য৷

[ আরও পড়ুন: টর্চের আলোতেই ক্ষতে সেলাই, হাসপাতালের পরিষেবায় ক্ষুব্ধ রোগীর পরিবার]

Advertisement

সমগ্র বিশ্বজুড়ে শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস৷ প্রত্যেক বছরের মতো এবারও যোগ দিবসে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শামিল হয়েছেন অন্যান্য বিজেপি সাংসদরা৷ দেশের বিভিন্ন প্রান্তে যোগাসনে অংশ নিয়েছেন গেরুয়া শিবিরের নেতা, কর্মী-সমর্থকরা৷ মানুষের মধ্যে যোগাসনের অভ্যাস বাড়াতে তৎপর হয়েছে গেরুয়া শিবির৷ দিনটি উদযাপন করেছেন সেনা জওয়ানরা৷ বাদ যায়নি সেনার ডগ স্কোয়াডও৷ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়েছে৷ যেখানে জওয়ানদের সঙ্গে যোগাসন করতে দেখা গিয়েছে ডগ স্কোয়াডের সদস্যদেরও৷

এই ছবিটিই বিতর্কিতভাবে পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সেনা জওয়ানদের সঙ্গে ডগ স্কোয়াডের যোগাসনের ছবি পোস্ট করে রাহুল গান্ধী কটাক্ষের সুরে টুইটারে লেখেন, ‘নিউ ইন্ডিয়া’৷ তাঁর এই পোস্টকে ঘিরেই শুরু হয়েছে সমালোচনা৷

[ আরও পড়ুন: লোকসভায় আবারও পেশ তিন তালাক বিল, শুরুতেই সরব কংগ্রেস ]

কংগ্রেস সভাপতিকে একহাত নিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ টুইটারে রাহুলের সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি লেখেন, ‘‘কংগ্রেসের নেতিবাচক মনোভাবের প্রমাণ মিলেছে৷ আজ তিন তালাকের বিরুদ্ধে একবার তাঁরা নেতিবাচক মনোভাবের প্রমাণ দিয়েছে৷ এবার যোগ দিবসে সেনাকে অপমান করেও আবারও সেই প্রমাণই দিলেন৷ আশা করি ইতিবাচক পথে এগোবে কংগ্রেস৷ যা কঠোরতম চ্যালেঞ্জের মোকাবিলার শক্তি দেবে তাঁদের৷’’

কেবল শাহ নন, কংগ্রেস সভাপতিকে মোক্ষম উত্তর দিয়েছেন বিজেপির তরুণ তুর্কি তথা দলের সাংসদ তেজস্বী সূর্য৷ তিনি জানান, ‘‘এখনও ওনার শিক্ষা হয়নি৷ দেশের সেনা, বীর জওয়ান, এলিট ডগ স্কোয়াড, যোগাসনের ঐতিহ্য ও দেশকে একযোগে অপমান করেছেন উনি৷’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement