Advertisement
Advertisement

‘খারাপ সময়ে’ লালুর হাত ধরলেন রাহুল, তুঙ্গে রাজনৈতিক জল্পনা

বিজেপি বিরোধী হাওয়া জোরদার করতে বদ্ধপরিকর কংগ্রেস সভাপতি৷

Rahul Gandhi meets Lalu Prasad at Delhi's AIIMS
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 30, 2018 3:53 pm
  • Updated:August 24, 2018 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য ২০১৯৷ লোকসভা নির্বাচনে মোদিকে পর্যুদস্ত করতে এবার বিহার অভিযানে নামলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ অবিজেপি শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এখন থেকেই মেঠে নেমে পড়েছেন সোনিয়া পুত্র৷ আর তারই প্রস্তুতি হিসাবে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশুখাদ্য কেলেঙ্কারিতে যুক্ত লালুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালেন কংগ্রেসে সভাপতি৷ অসুস্থ লালুর সঙ্গে দেখা করে দেশের রাজনীতিতে বিজেপি বিরোধী হাওয়া জোরদার করে তুললেন রাহুল৷

 বুকে সাঁটা SC-ST স্টিকার, পুলিশে যোগ দিতে গিয়ে হেনস্তার শিকার প্রার্থীরা ]

Advertisement

আজ সকালে রাজধানীর এইমসে অসুস্থ লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ প্রায় আধঘণ্টা দু’জনে কথা বলেন৷ লালুপ্রসাদের স্বাস্থ্যের খোঁজও নেন তিনি৷ একই সঙ্গে বিহারের রাজনৈতিক টানাপড়েন নিয়েও একপ্রস্থ আলোচনা করেন তাঁরা৷ পশুখাদ্য কেলেঙ্কারিতে যুক্ত থাকার দায়ে ২৩ ডিসেম্বর ২০১৭ সালের জেলে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন লালু৷ গত ১৬ মার্চ কিডনি সংক্রান্ত সমস্যা নিয়ে জেল হাসপাতাল থেকে এইমসে ভরতি হয় লালুপ্রসাদকে৷ লালুর চিকিৎসায় গঠিত  হয় মেডিক্যাল টিম৷ আপাতত তিনি স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷ লালুর অবস্থার একটু উন্নতি হতেই তাঁর সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী৷

[  নেটদুনিয়ায় ভাইরাল মহিলাকে গণধর্ষণের ভিডিও, যোগীর রাজ্যে চাঞ্চল্য ]

এদিন লালু-রাহুলের সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা৷ বিহারে নীতীশ সরকারকে চাপে ফেলতে এদিন লালুর  সঙ্গে দেখা করে পুরনো বন্ধুত্বের সম্পর্ককে আরও একটু চাঙ্গা করার চেষ্টা করলেন রাহুল৷ কেননা, বিহারে ক্ষমতা চলে যাওয়ার পর আরজেডির অবস্থা বেশ খারাপ৷ দুর্নীতির দায় পরিবারের সদস্যদের গায়েও লেগেছে৷ লালু নিজেও পশুখাদ্য কেলেঙ্কারিতে জেল খাটছেন৷ ফলে, এই মুহূর্তে বিহারের রাজনীতিতে একাই রাজ করছে নীতীশের বিজেপি৷ ফলে, আরজেডির এই খারাপ সময়ে পুরনো বন্ধুর পাশে দাঁড়িয়ে বিজেপিকে রাহুল বার্তা দিলেন মনে করছে রাজনৈতিক মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement