Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

মা সোনিয়ার বাড়ি ছেড়ে নয়া বাসস্থানে রাহুল! শীলা দীক্ষিতের ফ্ল্যাটে উঠবেন কংগ্রেস নেতা?

সাংসদ পদ খুইয়ে দিল্লির বাংলো ছেড়েছিলেন রাহুল।

Rahul Gandhi may shift to south Delhi। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 12, 2023 12:32 pm
  • Updated:July 12, 2023 12:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসদ পদ খুইয়ে গত এপ্রিলে দিল্লির সরকারি বাংলো খালি করে দিয়েছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তারপর থেকে মা সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) কাছেই রয়েছেন কংগ্রেস নেতা। কিন্তু এবার তিনি দক্ষিণ দিল্লির নিজামুদ্দিন ইস্ট বি২ অঞ্চলের এক ফ্ল্যাটে উঠে যেতে চলেছেন। শিগগিরি নতুন বাসস্থানে যাওয়ার কথা তাঁর। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

উল্লেখ্য, এই ফ্ল্যাটেই একসময় থাকতেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। ৩ শয্যাকক্ষবিশিষ্ট এই ফ্ল্যাটে শীলা ছিলেন ১৯৯১ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত। পরে ফের তিনি এখানে উঠে আসেন ২০১৫ সালের পরে। এবার সেই ফ্ল্যাটেই বসবাস শুরু করবেন রাহুল।

Advertisement

[আরও পড়ুন: ‘পদ ছেড়ে চলে যাওয়া উচিত’, পঞ্চায়েতে বিপুল জয়ের পর কুণাল ঘোষের নিশানায় রাজ্যপাল]

গত ২৩ মার্চ বিতর্কিত মোদি মন্তব্যের জন্য অপরাধ মূলক মানহানি-মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে দু’বছরের কারাদণ্ড দেয় সুরাটের আদালত (Surat Court)। যার জেরে সাংসদ পদ যায় কংগ্রেস নেতার। সুরাটের নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দায়রা আদালতে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা। কিন্তু তাতেও সুরাহা মেলেনি। শাস্তি কমেনি, সাংসদ পদও ফেরেনি। ফলে রাহুলকে বাংলো খালি করতে হয়েছিল এপ্রিলে। ওয়ানড়ের প্রাক্তন সাংসদ গিয়ে ওঠেন ১০ জনপথে মা সোনিয়া গান্ধীর বাড়িতে।

[আরও পড়ুন: ২৯-এ ২৮! ফুরফুরা শরিফে তৃণমূলের জয়জয়কার, সবুজ ঝড়ে উড়ে গেল নওশাদের ISF]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement