Advertisement
Advertisement

রাজধানীতে গাছ কাটা আপ-বিজেপির ‘পাগলামি’, টুইটে খোঁচা রাহুল গান্ধীর

আন্দোলন গড়ে তোলার ডাক৷

Rahul Gandhi lashes AAP govt over Delhi tree felling
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 28, 2018 9:11 pm
  • Updated:June 28, 2018 9:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাছ কাটা নিয়ে দিনকয়েক আগে শোরগোল পড়ে গিয়েছিল রাজধানীতে৷ সেই ইস্যুতে সরব কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ টুইটে বিজেপি ও আম আদমি পার্টিকে নিশানা করলেন কংগ্রেস সভাপতি৷ গাছ কাটার সিদ্ধান্তকে ‘পাগলামি’ বলে কটাক্ষ তাঁর৷

এমনিতেই দূষণে বিধ্বস্ত রাজধানী৷ দিল্লিকে দূষণ মুক্ত করতে জোড়-বিজোড় পন্থা নিয়েও কোনও লাভ হয়নি৷ দূষণে বিরক্ত দিল্লিবাসী৷ তা সত্ত্বেও গত সপ্তাহে দক্ষিণ দিল্লিতে সরকারি আবাসন তৈরির জন্য গাছ কাটার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট মন্ত্রক৷ ২১,০৪০টির মধ্যে ১৪,০৩১টি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়৷ ১৯৭০ সালে গাছ কাটার প্রতিবাদে উত্তরপ্রদেশে যেভাবে ‘চিপকো আন্দোলন’ হয় সেই ছায়াই দেখা যায় রাজধানীতে৷ গাছ কাটার প্রতিবাদে আন্দোলনে নামেন স্থানীয়রা৷ এলাকারই বাসিন্দা প্রেরণা প্রসাদ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আন্দোলনে শামিল হওয়ার ডাক দেন সকলকে। এভাবেই শুরু হয় সমর্থন আদায়ের কাজ৷ এরপর আইনি পথেও বিরোধিতার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা৷ দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন পরিবেশ কর্মী বিমলেন্দু ঝা৷ নির্বিচারের গাছ কাটার প্রতিবাদে মামলা দায়ের করেন তিনি৷ আদালতে ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন (এনবিসিসি)-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান ওই পরিবেশকর্মী৷ মামলার শুনানিতে গাছ কাটার উপর নিষেধাজ্ঞা জারি করে দিল্লি হাইকোর্ট৷ আগামী ৪ জুলাই পর্যন্ত জারি রয়েছে নিষেধাজ্ঞাও৷

Advertisement

[বিশ্বের সবচেয়ে হালকা স্যাটেলাইট বানিয়ে তাক লাগালেন চার পড়ুয়া]

রাজধানীতে নির্বিচারে গাছ কাটার ইস্যুতে সরব কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ টুইট করে বিজেপি ও দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টিকে তোপ দাগেন তিনি৷ টুইটে তিনি লেখেন, ‘‘উন্নয়নের জন্য গত চার বছরে বিজেপি ও আপ হাজারখানেক গাছ কেটেছে৷ একজন শিশুও জানে আমাদের বেঁচে থাকার জন্য গাছ অত্যন্ত প্রয়োজনীয়৷’’ গাছ কাটার সিদ্ধান্তকে পাগলামি বলেও কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি৷ এই পাগলামির বিরুদ্ধে কংগ্রেসের পাশে থেকে আন্দোলনের হুঁশিয়ারি দেন রাহুল গান্ধী৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement