Advertisement
Advertisement

Breaking News

ভ্যালেন্টাইনস ডে-তে রাহুলকে চুমু মহিলার, ভাইরাল ভিডিও

হাসি মুখেই সে চুম্বন গ্রহণ করেন রাহুল গান্ধী।

Rahul Gandhi Kissed By Woman
Published by: Sulaya Singha
  • Posted:February 14, 2019 7:42 pm
  • Updated:February 14, 2019 7:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালবাসব আর চুমু খাব না, তাই কখনও হয়? ঠিক এমন মনোভাব নিয়েই রাহুল গান্ধীর দিকে এগিয়ে গেলেন তাঁর এক অনুরাগী। আর কংগ্রেস সভাপতি কিছু বুঝে ওঠার আগেই দেশের এলিজিবল ব্যাচেলারের গালে ভালবাসার চিহ্ন এঁকে দিলেন।

বৃহস্পতিবার দেশজুড়ে ভালবাসার আবহ। প্রেমদিবসে হাতে-হাত ধরে সময় কাটাচ্ছেন প্রেমিক যুগল। এমন আবহেও রাজনীতি নিয়েই ব্যস্ত রাহুল গান্ধী। সামনেই লোকসভা নির্বাচন। তাই একটুও সময় অপচয় করা যাবে না। আলাদা করে আর ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেশনের ফুরসত নেই তাঁর। তবে কংগ্রেস সভাপতির কাছে তো জনতাই জনার্দন। সুতরাং তাঁদের সঙ্গেই ভ্যালেন্টাইনস ডে কাটালেন তিনি। গুজরাটের জনসভায় হাজির হয়েছিলেন রাহুল। আর সেখানেই পেয়ে গেলেন ভ্যালেন্টাইনসের বিশেষ উপহার। সভায় বক্তৃতা দেওয়ার আগে মঞ্চের উপর চেয়ারে বসেছিলেন রাহুল গান্ধী। সেই সময় মঞ্চে মালা নিয়ে উঠে আসেন কয়েকজন মহিলা। তাঁদের মধ্যেই এক মহিলা রাহুলের মুখ টেনে গালে চুমু খান। হাসি মুখেই সে চুম্বন গ্রহণ করেন রাহুল। এখানেই শেষ নয়, অন্য মহিলারা রাহুলের গলায় মালা পরানোর পর সেই মহিলা ফের রাহুলের গাল টিপে দেন। আর সেই দৃশ্যের ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে অনেকেই বলছেন, দেশের এলিজিবল ব্য়াচেলারের জন্য় এর চেয়ে ভাল ভ্য়ালেন্টাইন গিফ্ট আর কী-ই বা হতে পারে।

Advertisement

[স্বাধীন ভারতে সবচেয়ে বড় হামলা পুলওয়ামায়, জরুরি বৈঠকে অজিত দোভাল]

২০১৭ সালের নির্বাচনের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে গেলেন রাহুল গান্ধী। সে বছর ভোটে বিজেপিকে কড়া টক্কর দিয়েছিল কংগ্রেস। এদিনও গুজরাটে মোদি হটাও দেশ বাঁচাওয়ের ডাক দিলেন কংগ্রেস সভাপতি।

[‘দেশের জন্য যেকোনও শর্তে জোট’, কংগ্রেস-সিপিএমকে বার্তা মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement