Advertisement
Advertisement

হরিয়ানায় সেনাকর্মীর শেষকৃত্যে রাহুল, ডেরেক, কেজরি

কেন্দ্রের বিরুদ্ধে নয়া সমীকরণের ইঙ্গিত?

Rahul Gandhi, Kejriwal reaches Haryana for Army Veteran's funeral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 3, 2016 11:40 am
  • Updated:August 12, 2021 7:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন সেনাকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা অব্যাহত৷ বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে হরিয়ানা পৌঁছেছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী ও অন্যান্য শীর্ষ কংগ্রেস নেতারা৷ পৌঁছেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ পৌঁছানোর কথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও৷ আজই সম্পন্ন হবে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মী রাম কিষাণ গ্রেওয়ালের শেষকৃত্য৷

এক পদ এক পেনশন প্রকল্পের সঠিক বাস্তবায়ন না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেন সেনার অবসরপ্রাপ্ত সুবেদার রাম কিষাণ৷ দিল্লির এক সরকারি ভবনেই মঙ্গলবার আত্মহত্যা করেন তিনি৷ সুইসাইড নোটে তিনি জানিয়ে যান, সরকার প্রতিশ্রুতিমতো বর্ধিত পেনশন এখনও দেয়নি৷ এর আগে এ নিয়ে যন্তর মন্তরে ধরনাতেও বসেছিলেন তিনি৷ তবে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে তাঁকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি৷ আর তারপরই এ সিদ্ধান্ত নেন তিনি৷ তবে প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের দাবি, এমন কোনও আবেদন তাঁরা পাননি৷

Advertisement

বুধবার রাম মনোহর লোহিয়া হাসপাতালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ তবে এদিন তাঁকে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি৷বাধা দেওয়া হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও৷ দুই জনকেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়৷ এরপরই একযোগে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস ও আপ৷ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তাঁর নির্দেশেই হরিয়ানার ভিওয়ানি গ্রামে পৌঁছেছেন ডেরেক ও’ব্রায়েন৷ রাজনৈতিক মহলের মতে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই সমবেত প্রতিবাদ আসন্ন লোকসভা নির্বাচনের আগে যেন নয়া সমীকরণের ইঙ্গিত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement