Advertisement
Advertisement
Mallikarjun Kharge

‘প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ রাহুল গান্ধী’, ইন্ডিয়ার ‘মুখ’ নিয়ে জল্পনার মাঝেই বার্তা খাড়গের

ইন্ডিয়া জিতলে কংগ্রেস থেকেই আসছে প্রধানমন্ত্রী মুখ! জোটের অন্দরে বাড়ছে জল্পনা।

Rahul Gandhi is my first choice for PM says Mallikarjun Kharge

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:May 31, 2024 6:13 pm
  • Updated:May 31, 2024 7:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের তরফে গতকালই ঘোষণা করা হয়েছিল, ফলপ্রকাশের ৪৮ ঘন্টার মধ্যে বেছে নেওয়া হবে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী কে হবেন। এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম পছন্দ। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, যদি এই নির্বাচনে ইন্ডিয়া জোট বিজেপিকে হারিয়ে দেয় তাহলে মোদির পর দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিৎ রাহুল গান্ধীর। খাড়গের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কী রাহুলকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে কংগ্রেস শিবির?

সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) জানান, “প্রধানমন্ত্রী পদের জন্য আমার প্রথম পছন্দ রাহুল গান্ধী (Rahul Gandhi)। কারণ তিনি শুধু যুব সমাজের প্রতিনিধি নন, তিনি গোটা দেশের প্রতিনিধিত্ব করেন।” তবে বিরোধী জোট জয় পেলে রাহুলকেই প্রধানমন্ত্রী করা হবে এমন সম্ভাবনা পুরোপুরি এড়িয়ে যান খাড়গে। তিনি বলেন, “এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সর্বসম্মতিতে নেওয়া হবে। এবং আমি বিশ্বাস করি ৪ জুন দেশের জনতা ইন্ডিয়া জোটকেই (INDIA Alliance) সরকারে আনতে চলেছে। পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছি আমরা।”

Advertisement

[আরও পড়ুন: ধর্ষণের পর ভিডিও ফাঁস, অন্যত্র বিয়ে ঠিক হতেই তরুণীকে অপহরণের চেষ্টা, চাঞ্চল্য মধ্যপ্রদেশে]

প্রসঙ্গত, শুরু থেকেই ইন্ডিয়া জোটের নীতি ছিল ২০২৪-এর লোকসভা নির্বাচনে কোনও প্রধানমন্ত্রী মুখ থাকবে না। গতকাল এই বিষয়ে স্পষ্ট বার্তা দেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি জানিয়েছিলেন, ফল প্রকাশের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে দেশের প্রধানমন্ত্রী পদে কে বসবেন। একই সঙ্গে জোটের নীতি স্পষ্ট করে বলেন, নির্বাচনের ফল ঘোষণার পর যে দল সবচেয়ে বেশি আসন পাবে সেই হবে প্রধানমন্ত্রী পদের দাবিদার। সেই হিসেবে যদি দেখা হয় তবে রাজনৈতিক মহলের দাবি, আঞ্চলিক দলের ভিড়ে ইন্ডিয়া জোটে সবচেয়ে বেশি আসনের সম্ভাবনা কংগ্রেসেরই। স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়, জোট জিতলে কংগ্রেস থেকেই আসছে প্রধানমন্ত্রী মুখ! জয়রাম রমেশের পর এবার খাড়গের বার্তা ইন্ডিয়া জোটের অন্দরে গুঞ্জন বাড়িয়েছে।

[আরও পড়ুন: তীব্র গরমে জলসংকট, তেষ্টা মেটাতে বিজেপির কাছে হাত পাতলেন কেজরি, গেলেন সুপ্রিম কোর্টে]

তবে সংবাদমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে শুধু রাহুল নন, প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়েও মুখ খোলেন গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ খাড়গে। তিনি বলেন, ”আমি চাইছিলাম এই নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীও প্রতিদ্বন্দ্বিতা করুন। তবে রাহুল গান্ধী যেহেতু গোটা দেশজুড়ে প্রচার করছেন তাই রাহুলের কেন্দ্রে তাঁর হয়ে একজন প্রতিনিধির দরকার ছিল। সেই জায়গাটা সামলেছেন প্রিয়াঙ্কা গান্ধী।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement