Advertisement
Advertisement
Rahul Gandhi

রাহুল গান্ধীই কংগ্রেসের ‘প্রধানমন্ত্রীর মুখ’, দাবি গেহলটের

মোদিকে অহংকার করতে মানা কংগ্রেস নেতার।

Rahul Gandhi is Congress' PM candidate for 2024 Lok Sabha polls, says Ashok Gehlot। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 27, 2023 8:48 am
  • Updated:August 27, 2023 8:48 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ‘প্রধানমন্ত্রীর মুখ’ রাহুল গান্ধীই (Rahul Gandhi)। এমনই দাবি করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। সেই মোদিকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, ”২০১৪ সালে মোদি ক্ষমতায় এসেছিলেন ৩১ শতাংশ ভোট পেয়ে। বাকি ৬৯ শতাংশ তাঁর বিরুদ্ধেই ছিলেন। কাজেই তাঁর অহংকারী হওয়া উচিত নয়।”

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দীর্ঘ সাক্ষাৎকারে দেওয়ার সময় এমনই কথা বলতে শোনা গিয়েছে গেহলটকে। সেখানে বিরোধী ইন্ডিয়া জোট নিয়েও মুখ খুলেছেন তিনি। মেনে নিয়েছেন, প্রতিটি নির্বাচনে স্থানীয় ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ হলেও দেশের বর্তমান পরিস্থিতিতে সমস্ত দলের উপরই সৃষ্টি হয়েছে প্রবল চাপ। আর তার ফলেই বিরোধীদের জোট বাঁধতে হয়েছে। আর এই জোট দেখে এনডিএ ভয় পেয়েছে, এমন দাবিও করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ।

Advertisement

[আরও পড়ুন: ভরা আদালত চত্বরে চলল গুলি, আহত ২, নীতীশের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন]

এনডিএ এবার ৫০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসতে চাইছে একথা বলায় গেহলটের মন্তব্য, ”মোদি (PM Modi) কোনওদিনই এটা করতে পারবেন না। তিনি যখন খ্যাতির তুঙ্গে ছিলেন, তখনও এটা করতে পারেননি। ওঁর ভোট আরও কমবে। আর ২০২৪ সালের নির্বাচনের পরই বোঝা যাবে কে শেষপর্যন্ত প্রধানমন্ত্রী হলেন। মোদি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু জনতা জানে, শেষপর্যন্ত এর কী হয়েছিল।”

[আরও পড়ুন: যাদবপুরে ‘সেনা পোশাক’ বিতর্ক: অভিযুক্ত সংস্থার কর্ণধারকে গ্রেপ্তারির নির্দেশ কলকাতা পুলিশের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement