Advertisement
Advertisement

Breaking News

Bharat Jodo Yatra

হাঁটুতে অসহ্য যন্ত্রণা, গোড়াতেই ‘ভারত জোড়ো যাত্রা’ ছাড়তে চেয়েছিলেন রাহুল গান্ধী!

আসরে নামতে হয় প্রিয়াঙ্কা গান্ধীকেও।

Rahul Gandhi had knee pain, was about to quit Bharat Jodo Yatra, says Cong leader | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 12, 2023 11:22 am
  • Updated:February 12, 2023 11:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভারত জোড়ো যাত্রা‘র সাফল্য তাঁর ভাবমূর্তি বদলে দিয়েছে। আগেকার ‘পাপ্পু’ তকমা পিছনে ফেলে নিজেকে অনেকটা প্রাসঙ্গিক করে ফেলেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ‘পার্টটাইম নেতা’র অপবাদও ঘুচিয়ে ফেলেছেন তিনি। অন্তত কংগ্রেস নেতারা তেমনটাই দাবি করেছেন। অথচ, এ সবকিছুই নাকি অনিশ্চিত হয়ে পড়েছিল যাত্রার একেবারে শুরুর দিকে। অসহ্য হাঁটুর যন্ত্রণায় রাহুল নাকি তৃতীয় দিনই পদযাত্রা ছেড়ে দিতে চেয়েছিলেন। এমনই বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন রাহুল ঘনিষ্ঠ বর্ষীয়ান কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল (KC Venugopal)।

‘ভারত জোড়ো’ যাত্রার স্মৃতিচারণা করতে গিয়ে কংগ্রেসের (Congress) সাংগঠনিক সাধারণ সম্পাদক বলছিলেন, তখন যাত্রার সব দিন তিনেক হয়েছে। তামিলনাড়ু ছেড়ে যাত্রা কেরলে ঢুকছে। তখনই রাহুল গান্ধী তাঁকে ফোন করে জানান, তাঁর হাঁটুতে অসহ্য যন্ত্রণা হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁর পক্ষে যাত্রা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। রাহুল চেয়েছিলেন তাঁকে ছুটি দিয়ে কংগ্রেসের কোনও বর্ষীয়ান নেতা যাত্রার ব্যাটন সামলান। রাহুলের পর প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandhi) ফোন করেন বেণুগোপালকে। তিনিও বলেন, দাদার পক্ষে এই যন্ত্রণা সহ্য করে যাত্রা চালিয়ে যাওয়া সম্ভব নয়।

Advertisement

[আরও পড়ুন: নিচুতলায় রাম-বাম জোটে সায়! পঞ্চায়েতে সব আসনে প্রার্থী দেওয়া সম্ভব নয়, নাড্ডাকে জানাল বঙ্গ BJP]

কিন্তু রাহুলকে ছাড়া যাত্রার কথা ভাবতে পারেনি কংগ্রেস। বেণুগোপাল জানান, রাহুল ছাড়া যাত্রার কথা আমরা ভাবতে পারিনি। এরপর আমরা সকলে মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যাতে রাহুলজির হাঁটুর ব্যাথা সেরে যায়। তিনিও যন্ত্রণার সঙ্গে লড়তে শুরু করেন। এরপর রাহুলের মেডিক্যাল টিমে একজন ফিজিও থেরাপিস্টকে পাঠানো হয়। এরপর অবশ্য ঈশ্বরের আশীর্বাদে ধীরে ধীরে রাহুলের ব্যাথা কমে গিয়েছিল বলে জানান কংগ্রেস নেতা। আসলে রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা‘ (Bharat Jodo Yatra) কংগ্রেসের জন্য অনেকাংশে মৃত সঞ্জীবনীর মতো কাজ করছে। নিষ্ক্রিয় হয়ে যাওয়া বা ঘরে বসে যাওয়া কংগ্রেস কর্মীরা ফের রাস্তায় নেমেছেন। সেটাই তাতিয়েছে রাহুলকে।

[আরও পড়ুন: ভেঙে পড়ল সূর্যের একাংশ! মহাজাগতিক দৃশ্য দেখে স্তম্ভিত বিজ্ঞানীরা]

উল্লেখ্য, সেপ্টেম্বরে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে পাঁচ মাসে প্রায় ৪ হাজার কিলোমিটার হেঁটেছেন রাহুল। যে সময়ের কথা বেণুগোপাল বলছেন, সেসময় যদি রাহুল যাত্রা ছেড়ে দিতেন, তাহলে তাঁর উদ্দেশ্য তো সাধিত হতই না, উলটে যে পার্ট টাইম নেতার বদনাম ঘোচাতে রাহুল পথে নেমেছিলেন, সেটা আরও বেশি করে চেপে বসত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement