সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন আগেই নোট বাতিলের রিপোর্ট পেশ হয়েছে, সেই নথিকে হাতিয়ার করে এবার আসরে নামলেন খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুল বললেন, “নোট বন্দি কোনও ভুল নয়, আপনারা যদি ভেবে থাকেন নোট বন্দি মোদিজির ভুল, তাহলে আপনারা ভুল ভাবছেন, এটা কোনও ভুল নয়, পরিকল্পনা করে আক্রমণ করা হয়েছে সাধারণ মানুষের উপর, সাধারণ মানুষের পায়ে কুড়ুল মারা হয়েছে।”
The objective of Demonetisation was very clear. It was to help PM Modi’s friends. Demonetisation was not a mistake, it was a deliberate move. During UPA regime, NPAs were Rs 2.5 lakh crore. It has now jumped to Rs 12.5 lakh crore: Congress President Rahul Gandhi pic.twitter.com/gJZSKgMeUw
— ANI (@ANI) August 30, 2018
The entire country wants to know what deal was struck between Modi ji and Anil Ambani. Joint Parliamentary Committee should be brought in to clarify: Congress President Rahul Gandhi 2/2 pic.twitter.com/mxZMQWxPxh
— ANI (@ANI) August 30, 2018
Rafale is a clear-cut case. Anil Ambani never made aircraft. He is under Rs 45000 crore loan&opened a company just a few days before Rafale deal. HAL has been making aircraft for past 70 years. An aircraft that was for Rs520 Cr was bought for Rs 1600 Cr, why?: Rahul Gandhi 1/2 pic.twitter.com/8d8kT4YJdk
— ANI (@ANI) August 30, 2018
“নোট বাতিলের ফলে কালো টাকা, জাল টাকা উদ্ধার হয়নি আগেই প্রমাণিত হয়েছে আরবিআইয়ের রিপোর্টে, তাহলে নোট বাতিলের উদ্দেশ্য কী ছিল?” প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি। এরপরই আমেঠির সাংসদ বলেন, “আসলে মোদিজি নোট বাতিলের মাধ্যমে তাঁর ১৫ জন শিল্পপতি বন্ধুর উপকার করতে চেয়েছিলেন। অমিত শাহ যে ব্যাংকের সঙ্গে যুক্ত সেই ব্যাংক নোটবন্দির সময় ৭০০ কোটি টাকা বদলে দিয়েছে, নোট বন্দির আগে দেশের প্রতিটি জেলায় বিজেপির পার্টি অফিস তৈরি হয়েছে। এতেই বোঝা যাচ্ছে নোট বাতিলের আসল উদ্দেশ্য কি ছিল।”
নোট বন্দির পাশাপাশি, রাফালে নিয়েও এদিন সুর চড়ান কংগ্রেস সভাপতি। রাহুল বিজেপির উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি বলেন, “গোটা দেশ জানতে চাইছে কেন অভিজ্ঞ হ্যাল-এর মত সরকারি সংস্থা থাকতে রিলায়েন্সকে বরাত দেওয়া হল, গোটা দেশ জানতে চাইছে অনিল আম্বানি আর মোদিজির মধ্যে কী চুক্তি হয়েছিল।” আরও একবার যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) তৈরির দাবিতে সরব হন কংগ্রেস সভাপতি। রাহুল বলেন, “বিজেপি দাবি করছে, আমি এই চুক্তি বুঝিনি, তাহলে জেপিসি গঠন করতে অসুবিধা কী?, জেপিসি গঠন করলেই সব তথ্য পরিষ্কার হয়ে যাবে।” নেপালে দাঁড়িয়ে রাফালে নিয়ে প্রধানমন্ত্রী খোদ মিথ্যে কথা বলেছেন বলেও অভিযোগ রাহুলের। প্রধানমন্ত্রীর দাবি ছিল, ইউপিএ আমলে যে রাফালে কেনা হয়েছিল, এনডিএ আমলে তার চেয়ে উন্নত বিমান কেনা হচ্ছে। জবাবে, রাহুল এদিন ভারত-ফ্রান্স যৌথ বিবৃতির অংশ বিশেষ তুলে ধরে দাবি করেন, একই রাফালে তিন গুণ দামে কিনছে বিজেপি, নতুন কোনও ফিচার যুক্ত হয়নি যুদ্ধ বিমানে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.