Advertisement
Advertisement

Breaking News

রাহুল গান্ধী

শপথগ্রহণের পর সই করতে ভুললেন রাহুল, নেটদুনিয়ায় কংগ্রেস সভাপতিকে ঘিরে মশকরা

কংগ্রেস সভাপতিকে সই করার কথা মনে করালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷

Rahul Gandhi forgot to sing after taking oath in Loksabha
Published by: Tanujit Das
  • Posted:June 18, 2019 7:14 pm
  • Updated:June 18, 2019 7:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসদ হিসাবে শপথ গ্রহণের পর সঙ্গে সঙ্গে রেজিস্টার খাতায় স্বাক্ষর করাই নিয়ম। কিন্তু শপথ গ্রহণের পর সোমবার সংসদের রেজিস্টার খাতায় সই করতেই ভুলে গেলেন কংগ্রেস সভাপতি তথা ওয়ানড়ের সাংসদ রাহুল গান্ধী। তাঁকে স্বাক্ষর করার কথা মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ এই ঘটনায় হেসে ফেলেন খোদ রাহুল গান্ধীও৷ ভুল স্বীকার করে হাসিমুখেই রেজিস্টারে খাতায় সই করেন তিনি। এবং গিয়ে বসেন নিজ আসনে৷ তবে এই খবর চাউড় হতেই কংগ্রেস সভাপতিকে নিয়ে মশকরা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ অনেকেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তাঁর উদ্দেশ্যে৷

[ আরও পড়ুন: মেট্রো স্টেশনে হস্তমৈথুন করে মহিলার উপর বীর্যপাত, নেটদুনিয়ায় নিন্দার ঝড়]

Advertisement

এমনকী, সংসদ শুরুর প্রথমদিনে কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে৷ শপথগ্রহণ শুরুর আগে রাহুল গান্ধীর খোঁজ করেন তিনি৷ একটু তির্যক ভাষায় কংগ্রেস সংসদদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘আপনাদের নেতা কোথায়? রাহুল গান্ধী কোথায়?’ উত্তরে কংগ্রেস সাংসদরা বলেন, ‘উনি লোকসভায় উপস্থিত রয়েছেন৷ সঠিক সময়ে কক্ষে আসবেন৷’ জানা গিয়েছে, শপথগ্রহণের দিন প্রথমে দীর্ঘক্ষণ সংসদে নিজের চেম্বারে সময় কাটান রাহুল গান্ধী৷ টুইটে লেখেন, ‘‘আজ থেকে চতুর্থবারের জন্য আমার লোকসভার যাত্রা শুরু হচ্ছে৷ ওয়ানড়ে সাংসদ হিসাবে আজ বিকালে আমি শপথ নিচ্ছি৷ সংবিধানের উপর আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে৷’’ আতাওয়ালে যখন এই প্রশ্ন করছিলেন, সেই মুহূর্তে শপথগ্রহণ করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবং সংসদে উপস্থিত সমস্ত বিজেপি সাংসদরা ‘মোদি…মোদি’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে দিচ্ছিলেন৷

[ আরও পড়ুন: কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর নয়া পরিকল্পনা, নেপালে কন্ট্রোল রুম বানাল আইএসআই ]

মঙ্গলবার শপথ নেওয়ার সময় ‘আল্লাহু আকবর’ স্লোগান দেন হায়দরাবাদের সাংসদ ও এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি। তিনি যখন শপথ নিতে যাচ্ছিলেন তখন জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় ও বন্দেমাতরম বলে চিৎকার করতে থাকেন কিছু সাংসদ। এরপরই আসাদউদ্দিন স্লোগান দেন, “জয় ভীম, জয় মিম, তকবীর আল্লাহু আকবর, জয় হিন্দ।” বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ শপথ নেওয়ার সময় ‘মন্দির উওহি বানায়েঙ্গে’ স্লোগান ওঠে৷ সংসদে দাঁড়িয়ে ‘ইনকিলাব জিন্দাবাদ‘ স্লোগান দেন আপ-এর সাংসদ ভগবন্ত মানও। শপথ নেওয়ার পরই এই স্লোগান দেন পাঞ্জাবের সাঙরুর-এর এই সাংসদ। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ‘জয় মা কালী’ স্লোগান দেন৷ ‘জয় হিন্দ, জয় বাংলা’ স্লোগান দেন একাধিক তৃণমূল সাংসদও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement