সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেঠির মানুষ প্রত্যাখ্যান করেছেন। ২০১৯-এ নিজের পারিবারিক আসনেও ৫৫ হাজার ভোটে হারতে হয়েছে। এবার নতুন ‘ঘর’ খুঁজে নিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কেরলের ওয়ানড়। ২০১৯ সালে এই ওয়ানড়ে জিতেছিলেন রাহুল। ২০২৪-এ ফের সেই কেন্দ্র থেকে প্রার্থী হলেন। বুধবার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গী করে বড়সড় রোড শো করে মনোনয়ন জমা দিয়ে এলেন কংগ্রেস (Congress) প্রার্থী।
মনোনয়ন জমা দিয়ে এসে রাহুল বলে দিলেন, “ওয়ানড়ই আমার ঘর। আর ওয়ানড়ের সব বাসিন্দাই আমার পরিবার। এখানকার মানুষ আমাকে অনেক কিছু শিখিয়েছেন গত পাঁচ বছরে। আমাকে গ্রহণ করেছেন। ভালোবাসা দিয়েছেন। ফের যে ২০২৪-এ এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারছি, এটা আমার জন্য গর্বের।” রাহুল বলছেন, “এবারের লড়াইটা সংবিধান বাঁচানোর। ঘৃণার বিরুদ্ধে লড়াই।”
রাহুল গান্ধী ২০১৯ সালে আমেঠিতে হারলেও এই ওয়ানড় (Wayanad) কেন্দ্র থেকে লড়ে জিতেছিলেন। ৪ লক্ষেরও বেশি ভোটে হারান বাম প্রতিদ্বন্দ্বীকে। এবার আমেঠির মতো ওয়ানড়েও রাহুলের জন্য লড়াইটা কঠিন করার চেষ্টা করছে বিজেপি। ওয়ানড় কেন্দ্রে এবার তাঁরা প্রার্থী করেছে কেরলে দলের রাজ্য সভাপতি কে সুরেন্দ্রনকে। সিপিআই এই কেন্দ্রে প্রার্থী করেছে দলের সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজাকে। কংগ্রেসের বিচারে ওয়ানড় নিরাপদতম আসন। মোট বাসিন্দাদের ৩২ শতাংশ মুসলিম, এবং ১৩ শতাংশ খ্রিস্টান। কংগ্রেসের আশা, এই ভোট রাহুলের পক্ষেই যাবে।
তবে এদিন রাহুল ওয়ানড়ে দাঁড়িয়ে যেভাবে ওই কেন্দ্রকে যেভাবে নিজের ঘর হিসাবে বর্ণনা করলেন, তাতে একটা জিনিস স্পষ্ট। আমেঠি থেকে আর লড়বেন না তিনি। আপাতত তাঁর ধ্যানজ্ঞান ওয়ানড়ই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.