সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মান্দসৌরে শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে সরব কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ টুইট করে শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি৷ রাহুল টুইটে জানান, নির্যাতিতার পাশে প্রত্যেকের দাঁড়ানো উচিত৷ অভিযুক্তদের কঠোর শাস্তিরও দাবি জানান কংগ্রেস সভাপতি৷
In Mandsaur, MP, an 8-year-old girl was kidnapped and gang raped, and is battling for her life. The brutality this young child was subjected to sickens me. As a nation, we must come together to protect our children and bring the attackers to speedy justice.
— Rahul Gandhi (@RahulGandhi) June 30, 2018
মঙ্গলবার স্কুল ছুটির পর বাড়ির লোকের জন্য অপেক্ষা করছিল বছর আটেকের ওই শিশু৷ সেই সুযোগে ইরফান নামে এক যুবক শিশুটিকে অপহরণ করে৷ স্থানীয় এক বাসস্ট্যান্ডে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাকে৷ প্রমাণ লোপাটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় স্কুল ছাত্রীকে৷ কোনওক্রমে রক্তাক্ত অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করা হয়৷ মান্দসৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয় নির্যাতিতাকে৷ শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল তার৷ আপাতত ওই হাসপাতালেই ভরতি রয়েছে শিশুটি৷ চিকিৎসকরা জানান, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সে৷ ধর্ষণের ঘটনায় এখও পর্যন্ত ইরফান ও আসিফ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে৷ পুলিশ হেফাজতে মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে দুজনকে৷ পুলিশ সূত্রে খবর, একটু সুস্থ হওয়ার পরই নির্যাতিতা শিশুর গোপন জবানবন্দি নেওয়া হবে৷
আগেই এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ ধর্ষকরা ক্ষমার অযোগ্য বলেও তোপ দাগেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যারা এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত৷ মানবাধিকার মানুষের জন্য, অপরাধীদের জন্য নয়৷’’ ফার্স্ট ট্র্যাক আদালতে দ্রুত এই মামলার নিষ্পত্তিরও দাবি জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সুরেই সুর মেলালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ ঘটনার কড়া নিন্দার পাশাপাশি অভিযুক্তের কঠোর শাস্তিরও দাবি জানান তিনি৷
শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা মান্দসৌর৷ পিপিলিয়ামান্ডি, গারোথ, জাওরা, ইন্দোর-সহ একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল করেন স্থানীয়রা৷ অভিযুক্তদের ফাঁসির দাবি জানান তাঁরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.