Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

সাংসদ বেতনের পুরোটাই ধসে বিধ্বস্ত ওয়ানড়কে দিলেন রাহুল, দেশবাসীকেও সাহায্যের আহ্বান

ভয়ংকর ভূমিধসে বিধ্বস্ত হয়েছিল ওয়ানড়।

Rahul Gandhi Donates 2 Lakh Rupees of Salary For Wayanad
Published by: Kishore Ghosh
  • Posted:September 4, 2024 5:26 pm
  • Updated:September 4, 2024 6:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর ভূমিধসে বিধ্বস্ত হয়েছিল ওয়ানড়। ধীরে ধীরে দুঃস্বপ্নের সেই দিন কাটিয়ে উঠছে স্থানীয়রা। প্রাকৃতিক দুর্যোগে ছাড়খাড় হওয়া গ্রামগুলিতে শুরু হয়েছে পুনর্বাসনের কাজ। এর মধ্যেই ওয়ানড়ের বাসিন্দাদের পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পুরনো সংসদীয় এলাকার জন্য সাংসদ হিসাবে প্রাপ্ত মাসিক বেতনের পুরো টাকাটাই দান করে দিলেন তিনি। এখানেই না থেমে, দেশের সকলকে সাধ্য মতো ওয়ানড়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন।

ওয়ানড়কে সাহায্যের কথা এক্স হ্যান্ডেলে জানান রাহুল। তিনি লেখেন, “ওয়ানড়ের আমার ভাই ও বোনের ভয়ংকর ক্ষতির সম্মুখীন হয়েছেন, এই অবস্থা থেকে পুনরুদ্ধারের জন্য তাঁদের পাশে দাঁড়াতে হবে আমাদের। ক্ষতিগ্রস্তদের ত্রাণ এবং পুনর্বাসনে সাহায্যের জন্য পুরো মাসের বেতন দান করছি আমি। সমস্ত দেশবাসীকে অনুরোধ করছি, সাধ্য মতো সাহায্য করুন। সামান্য কিছুও দানও পার্থক্য গড়ে দিতে পারে। ওয়ানড় আমাদের দেশের একটি সুন্দর অংশ। সেখানকার মানুষের পুনর্বাসনে সাহায্য করতে পারি আমরা।”

 

[আরও পড়ুন: ১৫-১৬ মাসেও ফেরেনি শান্তি, নীরব দর্শক কেন্দ্রীয় বাহিনী ! তোপ মণিপুরের বিজেপি বিধায়কের]

২০২৪ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলী এবং কেরলের ওয়ানড়— দুই কেন্দ্র থেকেই লড়েছিলেন রাহুল। দুই কেন্দ্রেই জেতেন তিনি। পরে ওয়ানড় ছেড়ে দেন। ২০১৯ সালে এই কেন্দ্র থেকেই জিতে লোকসভায় গিয়েছিলেন রাহুল। উল্লেখ্য, গত ৩০ জুলাই ভোররাতে যখন ঘুমে আচ্ছন্ন গোটা গ্রাম, তখনই হঠাৎ প্রবল শব্দে মাটি কেঁপে ওঠে ওয়ানড়ে। ভূমিধসে সরকারি হিসাবে প্রাণ হারান ২৮০ জন। এখনও নিখোঁজ ১৩০ জন। বিপর্যস্ত সেই ওয়ানড়ের পাশে দাঁড়ালেন সাংসদ রাহুল।

 

[আরও পড়ুন: ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে মমতাকে তোপ রিজিজুর, পুরনো চিঠি শেয়ার করে খোঁচা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement