সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া গণ টিকাকরণ শুরু করছে। ব্রিটেনে ছাড়পত্র পেয়েছে ফাইজারের টিকা। ভারতের বাজারে এখনও প্রতিষেধক আসেনি। তবে দেশে করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি থামার কোনও লক্ষ্মণ নেই। এবার সেই ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে আক্রমণ শানালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)।
বৃহস্পতিবার সকালে টুইটারে একটি পোস্ট করেন রাহুল। সেখানে তিনি করোনার ভ্যাকসিন নিয়ে মোদি সরকারের অবস্থান জানতে চান। কেন্দ্রকে খোঁচা দিতে হাতিয়ার করেন সরকারেরই তিনটি উদ্ধৃতি। সবমিলিয়ে ভ্যাকসিন ভারতে বাজারে আসার আগেই চরমে উঠেছে রাজনৈতিক বিতর্ক।
কী বলেছেন রাহুল? টুইটারে কেন্দ্র সরকারের তিনটি মন্তব্য তুলে ধরেছেন রাহুল। প্রথমে প্রধানমন্ত্রীর বক্তব্য- ‘সকলে বিনামূল্যে ভ্যাকসিন পাবেন।’ দ্বিতীয়, বিহারে বিজেপির দাবি- ক্ষমতায় এলে বিহারে বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ করা হবে। তৃতীয়, সরকারের বর্তমান দাবি- কখনই বলিনি সবাই ভ্যাকসিন পাবে। শেষে কংগ্রেস নেতার খোঁচা, প্রধানমন্ত্রীর কথার গুরুত্ব কোথায়?
উল্লেখ্য, বিহার নির্বাচনের আগে থেকে ভ্যাকসিন বিতরণ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। পাটনার মসনদ দকের লড়াইয়ে প্রচার করতে গিয়ে বিনামূল্যে করোনা টিকা বিতরণের প্রতিশ্রুতি দেয় বিজেপি। তারপরই প্রশ্ন ওঠে, বিহার ছাড়া অন্য রাজ্যের বাসিন্দারা কি তাহলে প্রতিষেধক পাবেন না? পরে বিতর্ক এড়াতে সাফাই দিয়েছিল বিজেপি। সম্প্রতি, স্বাস্থ্যমন্ত্রক বলেছে ৩০ কোটি মানুষ করোনার টিকা দেওয়া হবে। সংক্রমণের শৃঙ্খল ভাঙতেই এই পদক্ষেপ করা হবে। সকল দেশবাসীর টিকার প্রয়োজন নেই। এরপরই ফের কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে বিরোধীরা।
সম্প্রতি একের পর এক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেছে কংগ্রেসের যুবরাজ। কখনও চিন-ভার সীমান্ত বিবাদ তো কখনও আবার বেকারত্ব-আর্থিক মন্দা নিয়ে সরব হয়েছেন তিনি। করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। এবার সরব ভ্যাকসিন বিতরণ নিয়ে। তবে কেন্দ্রীয় সরকার বিরোধীদের এই কাদা ছোড়াছুড়ি দেখে আমজনতার বিদ্রুপ, এখনও বাজারে ভ্যাকসিনই এল না, তার আগেই তরজা শুরু। এ যেন গাছে কাঁঠাল আর গোঁফে তেল!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.