Rahul Gandhi

বিশ্ববিদ্যালয়ের তরফে বিশেষ আমন্ত্রণ, কেমব্রিজে ভাষণ দিতে যাচ্ছেন রাহুল গান্ধী

এক বছরে দ্বিতীয়বার কেমব্রিজে আমন্ত্রণ পেলেন রাহুল।

Rahul Gandhi deliver lecture at Cambridge University | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 17, 2023 9:31 am
  • Updated:February 17, 2023 9:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের শেষে ফের বিদেশ যাচ্ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তবে এবার বিশেষ উদ্দেশ্যে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের (Cambridge University) স্কুল অফ বিজনেসের পড়ুয়াদের সামনে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। সেখানে আন্তর্জাতিক সম্পর্ক, গণতন্ত্র-সহ একাধিক বিষয়ে পড়ুয়াদের সামনে ভাষণ দেবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।


জানা গিয়েছে চলতি মাসের শেষে কেমব্রিজ বিজনেস স্কুল আন্তর্জাতিক সম্পর্ক এবং গণতন্ত্র বিষয়ক একটি আলোচনাসভার আয়োজন করেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গিয়েছে, ভারত-চিন সম্পর্ক এবং গণতন্ত্রের উপর বক্তৃতা করবেন কংগ্রেস (Congress) নেতা। তাঁর সঙ্গে ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক এবং কৃতি প্রাক্তনীরা ভাষণ দেবেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি নিজেই টুইট করে কেমব্রিজের আমন্ত্রণের কথা জানিয়েছেন। ওই অনুষ্ঠানে যোগে দিতে তিনি যে কতটা মুখিয়ে সেটাও বুঝিয়ে দিয়েছেন।

[আরও পড়ুন: ‘স্লোগান দেবেন না, আমি প্রধানমন্ত্রী হতে চাই না’, দলীয় সমর্থকদের কাছে আরজি নীতীশের]

এই প্রথমবার নয়। এক বছরের মধ্যে এটা রাহুলের দ্বিতীয় কেমব্রিজ সফর। গত বছর মে মাসেও ওই বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেবারে ‘আইডিয়াজ ফর ইন্ডিয়া’ নামের কনফারেন্সে যোগ দেন রাহুল। এর আগে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালের সেমিনারেও আমন্ত্রণ পেয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

[আরও পড়ুন: দ্বিতীয়দিনে টানা আটঘণ্টা ইডির জেরার মুখে গ্রেওয়াল, সংবাদমাধ্যমে মুখ খোলায় ভর্ৎসনা]

উল্লেখ্য, এই মুহূর্তে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শেষ করে কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন রাহুল। আগামী ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ছত্তিশগড়ে কংগ্রেসের প্লেনারি সেশন রয়েছে। তাতে অংশ নেবেন রাহুল। সম্ভবত তারপরই তিনি উড়ে যাবেন ব্রিটেনে। রাহুলের কেমব্রিজে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি থেকে রাজনৈতিক ফায়দা তোলারও চেষ্টা করছে কংগ্রেস। শোনা যাচ্ছে, রাহুলের ওই ‘লেকচার’ নিয়ে ফলাও করে প্রচার করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement