Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

মানহানির মামলায় শাস্তি খারিজের মামলা রাহুলের, রায় ঘোষণার তারিখ জানাল আদালত

বৃহস্পতিবার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে আদালত।

Rahul Gandhi defamation case: court will pronounce the order on April 20। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:April 13, 2023 6:20 pm
  • Updated:April 13, 2023 6:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মোদি-মন্তব্য’ তথা অপরাধমূলক মানহানির মামলায় শাস্তি খারিজের দাবিতে গুজরাটের সেশনস কোর্টে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুনানির শেষে সেই মামলার রায়দান স্থগিত রাখল আদালত। ২০ এপ্রিল রায়দান।

উল্লেখ্য, অপরাধমূলক মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দেয় সুরাটের নিম্ন আদালত। সুরাট আদালতের ম্যাজিস্ট্রেটের সেই সিদ্ধান্তের জেরে একদিন পরেই সাংসদ পদ খোয়াতে হয় প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতিকে। যদিও সাজা শোনানোর পরই রাহুলকে ৩০ দিনের জন্য শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, এই ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করারও সুযোগ পাবেন তিনি। এই রায়কে চ্যালেঞ্জ জানাতেই প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে সুরাটের দায়রা আদালতে পৌঁছে গিয়েছিলেন রাহুল। বৃহস্পতিবার ছিল সেই মামলারই শুনানি। শুনানির পর আদালত জানিয়ে দেয় রায়দান আগামী ২০ এপ্রিল।

Advertisement

[আরও পড়ুন: মাঝরাতে উপত্যকার আকাশে পাক ড্রোনের হানা! গুলি করে নামাল ভারতীয় সেনা]

প্রসঙ্গত, সাংসদ পদ খুইয়ে মঙ্গলবারই নিজের ছেড়ে আসা লোকসভা কেন্দ্র ওয়ানড়ে এসেছিলেন কংগ্রেস নেতা। জনজোয়ারে ভেসে প্রাক্তন কংগ্রেস সাংসদ বলেন,”ওরা আমাকে জেলে পাঠাতে পারে। ঘরছাড়া করতে পারে। কিন্তু ওয়ানড়ের মানুষের প্রতিনিধিত্ব করা থেকে আটকাতে পারবে না।” ওই রোড শো-তে হাজার হাজার কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন। আপাতত ২০ এপ্রিলের দিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: মুঘল যুগ ও গান্ধীর পর এবার পাঠ্যপুস্তক থেকে মোছা হল আবুল কালাম আজাদের নাম!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement