সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাষিদের সঙ্গে কোমর বেঁধে ধানখেতে নেমে পড়লেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সকলের সঙ্গে মিলে ধানও কাটতে দেখা গেল কংগ্রেস (Congress) সাংসদকে। সেখান থেকেই রাহুলের বার্তা, কৃষকরা খুশি থাকলেই গোটা ভারত খুশি থাকবে। ভোটমুখী ছত্তিশগড়ে (Chhattisgarh) গিয়ে চাষিদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি কংগ্রেসের কৃষকদরদী প্রকল্পগুলোর কথাও তুলে ধরেছেন রাহুল গান্ধী। এদিন কৃষকদের সঙ্গে দেখা করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তবে এই প্রথম নয়, আগেও মাঠে নেমে চাষের কাজে হাত লাগাতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে।
ভোটপ্রচার করতে দুদিনের জন্য ছত্তিশগড়ে গিয়েছেন কংগ্রেস সাংসদ। তার মধ্যেই রবিবার রায়পুরের কাছে কাঠিয়া গ্রামে কৃষকদের সঙ্গে দেখা করে সময় কাটান রাহুল। তার পরেই মাঠে নেমে ধান কাটতে দেখা যায় তাঁকে। সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন রাহুল। এই সফরে রাহুলের সঙ্গী ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ও ডেপুটি মুখ্যমন্ত্রী।
ধান কাটার ছবি আপলোড করে রাহুল লিখেছেন, “কৃষকরা খুশি থাকলে গোটা ভারত খুশি। ছত্তিশগড়ের কৃষকদের জন্য পাঁচটি পদক্ষেপ করেছে কংগ্রেস সরকার। তার জন্যই ভারতের সবচেয়ে খুশি কৃষক হয়ে উঠেছেন তাঁরা। সেই মডেল সারা ভারতেই কার্যকরী করব আমরা। প্রসঙ্গত, আগামী মাসেই দুই দফায় বিধানসভা নির্বাচন রয়েছে ছত্তিশগড়ে।
किसान खुशहाल तो भारत खुशहाल!
छत्तीसगढ़ के किसानों के लिए कांग्रेस सरकार के 5 सबसे बेहतरीन काम, जिन्होंने उन्हें भारत में सबसे खुशहाल बनाया:
1️⃣ धान पर MSP ₹2,640/क्विंटल
2️⃣ 26 लाख किसानों को ₹23,000 करोड़ की इनपुट सब्सिडी
3️⃣ 19 लाख किसानों का ₹10,000 करोड़ का कर्ज़ा माफ
4️⃣… pic.twitter.com/pjiTkOIBKJ— Rahul Gandhi (@RahulGandhi) October 29, 2023
তবে এই প্রথমবার নয়, আগেও মাঠে নামতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। গত জুলাই মাসে হরিয়ানায় সোনিপাতে জলমগ্ন ধান খেতে কৃষকদের সঙ্গে নেমে পড়েছিলেন তিনি। মদিনা গ্রামে মাঠে নেমে বীজ বপনের পাশাপাশি ট্র্যাক্টরও চালিয়েছিলেন। কৃষকদের সঙ্গে কথা বলে শুনেছিলেন তাঁদের সুখ-দুঃখের কথা। স্বাভাবিক ভাবেই একজন হাই প্রোফাইল নেতাকে এভাবে মাঠে নেমে তাঁদের সঙ্গে মিশে যেতে দেখে বিস্মিত কৃষকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.