Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

বিরোধী জোটে রাহুলের নেতৃত্ব ‘নাপসন্দ’ NCP-র! ভাইপোর ভোলবদলে নেপথ্যে শরদ পওয়ারই?

যদিও এনসিপি প্রধান জানিয়েছেন, অজিতের সিদ্ধান্তের কথা জানতেন না।

'Rahul Gandhi, Congress's high-handedness', BJP sources on big NCP split in Maharashtra | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 2, 2023 9:39 pm
  • Updated:July 2, 2023 9:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারের মহারাষ্ট্রের (Maharashtra) মহানাটকের চিত্রনাট্য কী খোদ এনসিপি (NCP) প্রধান শরদ পওয়ারেরই (Sharad Pawar) লেখা? ভাইপো অজিত পওয়ার ‘স্ট্রং ম্যানে’র অনুমতি ছাড়াই বিজেপির (BJP) জোট সরকারে নাম লেখালেন, উপমুখ্যমন্ত্রীও হয়ে বসলেন, এমনটা মানতে নারাজ নাম প্রকাশ্যে অনিচ্ছুক জাতীয় রাজনীতির বহু মুখ। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেবেন মহারাষ্ট্রের রাজনীতির আঙিনার পাওয়ারফুল কাকা-ভাইপো?

ওয়াকিবহাল মহলের বক্তব্য, লোকসভা ভোটকে সামনে রেখে কংগ্রেস বিরোধী ঐক্যের কথা বললেও দলনেতা হিসেবে রাহুল গান্ধীকেই (Rahul Gandhi) তুলে ধরতে চাইছে। কর্ণাটক জয়ের পর আত্মবিশ্বাসী হাত শিবির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরতে চাইছে রাহুলকেই। এই বিষয়ে শরদ পওয়ারের মতো বিরোধী জোটের প্রবীণ রাজনীতিকের সঙ্গে আলোচনা করেনি কংগ্রেস। যা পছন্দ হয়নি এনসিপি-সহ একাধিক বিরোধী দলগুলির। এখানেই ঘর ভাঙানোর চাল চেলেছে বিজেপি। উল্লেখ্য, পাটনায় বিরোধী ঐক্যের বৈঠকেও বিরোধী নেতা হিসেবে রাহুলের দিকেই ঝোল টেনেছে কংগ্রেস। সেই সূত্রেই জল্পনা, রাহুলের নেতৃত্ব নিয়ে কংগ্রেসের একক সিদ্ধান্ত পছন্দ হয়নি বলেই বিজেপির আমন্ত্রণে ভাইপোকে গেরুয়া জোটে পাঠিয়েছেন শরদ।যদিও পুনে থেকে এনসিপি প্রধান দাবি করেছেন, অজিতের সিদ্ধান্ত সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না তাঁর। এমনকী অজিত-সহ ৯ এনসিপি বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও প্রকাশ্যে বলেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ।

Advertisement

[আরও পড়ুন: দেড়শো বছরে প্রথমবার, ফের পিছিয়ে গেল জনগণনা, চলতি বছর হবে না সীমানা পুনর্বিন্যাসও]

উল্লেখ্য, রবিবার দুপুরে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অজিত পওয়ার (Ajit Pawar)। জানা গিয়েছে, অজিতের সঙ্গে রয়েছেন এনসিপির ৫৩ জন বিধায়কের মধ্যে ৩০ জন। ভাইপো পওয়ারের সঙ্গে আরও ৮ জন এনসিপি বিধায়ক এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর অজিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেতৃত্ব এবং রাজ্যের স্বার্থেই ‘বিদ্রোহী’ সিদ্ধান্ত। তবে এনসিপি ছাড়ছেন না। 

[আরও পড়ুন: নতুন করে সংঘর্ষ মণিপুরে, দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত দুই ‘গ্রামসেবক’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement