সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় বহুল চর্চিত ‘চক্রব্যুহ’ ভাষণের পর থেকেই তাঁর বিরুদ্ধে ইডি হানার প্রস্তুতি শুরু হয়েছে। সোশাল মিডিয়ায় দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের দাবি, ইডির অন্দর থেকেই এই নিশ্চিত খবর তাঁকে দেওয়া হয়েছে।
গত সোমবার সংসদে বাজেট (Union Budget 2024) নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাহুল দাবি করেন, ‘মহাভারতে ঠিক যেভাবে অভিমন্যুকে চক্রব্যুহে বন্দি করে ৬ জন মিলে হত্যা করেছিল। ঠিক সেভাবে গোটা ভারতকে চক্রব্যুহে বন্দি করেছে বিজেপি সরকার।’ তাঁর অভিযোগ, মোদি জমানায় মন্ত্রী থেকে শুরু করে কৃষক, ভোটার, বেকার সকলে ভীত। ওই ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যেমন আক্রমণ করেন, তেমনই আক্রমণ করেন আদানি, আম্বানিদেরও।
Apparently, 2 in 1 didn’t like my Chakravyuh speech. ED ‘insiders’ tell me a raid is being planned.
Waiting with open arms @dir_ed…..Chai and biscuits on me.
— Rahul Gandhi (@RahulGandhi) August 1, 2024
শুক্রবার সকালে বিরোধী দলনেতা সোশাল মিডিয়ায় দাবি করলেন, তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পরিকল্পনা করছে ইডি। এক্স হ্যান্ডেলে রাহুল (Rahul Gandhi) লিখলেন, “মনে হচ্ছে, দু-একজনের আমার ‘চক্রব্যুহ’ ভাষণটা ভালো লাগেনি। ইডির অন্দর থেকে আমি খবর পেয়েছি, আমার বিরুদ্ধে একটি তল্লাশির পরিকল্পনা করা হচ্ছে। আমি খোলা হাতে অপেক্ষা করছি। চলে আসুন।” এর পর ইডি ডিরেক্টরকে উদ্দেশ করে তিনি লেখেন, “আপনাদের চা-বিস্কুট আমিই খাও্য়াব।” রাহুল নিজের পোস্টে লিখেছেন, ২-১ জন তাঁর বক্তব্য পছন্দ করেননি। কিন্তু সেই ২-১ জন বলতে কাকে বোঝাতে চেয়েছেন সেটা স্পষ্ট নয়।
উল্লেখ্য, রাহুল গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ডে (National Herald) দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০২২ সালে এই মামলায় তাঁকে টানা ৫৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। যদিও পাঁচদিনের টানা জিজ্ঞাসাবাদের পরও আর রাহুলকে তলব করা হয়নি। এই মামলায় গত দুবছরে বিশেষ অগ্রগতিও হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.