Advertisement
Advertisement
Rahul Gandhi

‘সরাসরি চুরি’, আদানিদের বিরুদ্ধে ৩২ হাজার কোটির দুর্নীতির অভিযোগ রাহুলের

ক্ষমতায় এলে আদানিদের বিরুদ্ধে তদন্ত হবে, জানালেন কংগ্রেস নেতা।

Rahul Gandhi cites Adani report to level new allegations | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 18, 2023 2:07 pm
  • Updated:October 18, 2023 2:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি ৩২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, ইন্দোনেশিয়া থেকে কয়লা কিনে, সেটা দ্বিগুণ দামে দেখায় আদানি গোষ্ঠী (Adani Group)। সেই বর্ধিত দামের ভিত্তিতে বিদ্যুতের মাশুল বাড়ায় তারা। এটা সরাসরি সাধারণ মানুষের পকেট থেকে চুরি।

বুধবার এআইসিসি সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে রাহুল (Rahul Gandhi) বলেন, আগে আমরা আদানিদের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছিলাম। কিন্তু সেটা ভুল ছিল। এক সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে ধরে তিনি দাবি করেন, আদানিরা কয়লার মাধ্যমে আরও ১২ হাজার কোটির দুর্নীতি করেছে।

Advertisement

[আরও পড়ুন: ২০ বছর ধরে বোনের চাকরি করছেন দিদি! বাম আমলের ‘দুর্নীতি’ নিয়ে শোরগোল ভাতারে]

আসলে এক সংবাদমাধ্যমদের দাবি অনুযায়ী, কয়লা আমদানির ক্ষেত্রেও বড়সড় কেলেঙ্কারি ঘটিয়ে দেশবাসীকে বোকা বানিয়েছে আদানির সংস্থা। যার জেরে প্রায় গোটা দেশকে বিদ্যুতের মাশুল বেশি দিতে হচ্ছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, আদানি গোষ্ঠী কাগজে-কলমে আমদানিকৃত কয়লার খরচ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছিল। ইন্দোনেশিয়া থেকে কয়লার জাহাজ ছাড়ার সময় তার যা মূল্য ছিল, ভারতে সেই জাহাজ পৌঁছনোর পরে সেই কয়লার দামই দ্বিগুণ বলে দেখানো হয়। সেই কাজে তাদের সাহায্য করেছিল তাইওয়ানের ওই সংস্থা। বস্তুত, এই মুহূর্তে দেশের কয়লা আমদানির বাজার পুরোপুরি আদানিদেরই দখলে। তাই কয়লা আমদানির বেশি খরচ দেখাতে বিশেষ অসুবিধাও হয়নি। ওই রিপোর্টকে হাতিয়ার করেই এদিন আদানিদের আক্রমণ করলেন রাহুল।

[আরও পড়ুন: Abhishek Banerjee: ‘আমি ধর্মের রাজনীতি করি না’, ডায়মন্ড হারবার থেকে বিজেপিকে তোপ অভিষেকের

তাঁর দাবি, আদানি গোষ্ঠীর মোট দুর্নীতির পরিমাণ ৩২ হাজার কোটি টাকা। সরাসরি এই টাকা মানুষের পকেট থেকে চুরি করা হয়েছে। সরাসরি না বললেও রাহুলের ইঙ্গিত, এই বিরাট দুর্নীতি যে কোনও সরকার ফেলে দিতে পারে। একই সঙ্গে রাহুল জানিয়ে দিয়েছেন, কংগ্রেস তথা ইন্ডিয়া (INDIA) জোট ক্ষমতায় এলে আদানিদের বিরুদ্ধে তদন্ত হবে। কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে আলাদা করে আদানিদের বিরুদ্ধে তদন্ত করা যায় কিনা, সেটাও ভেবে দেখা হচ্ছে বলে জানান কংগ্রেস সাংসদ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement