Advertisement
Advertisement
Rahul Gandhi

পদ ফিরতেই টুইটারে পরিচয় বদলালেন রাহুল, হাসিমুখে অধিবেশনে ওয়ানড়ের সাংসদ

মা সোনিয়া গান্ধীর সঙ্গে সংসদে পৌঁছন রাহুল গান্ধী।

Rahul Gandhi changes twitter bio, attends monsoon session after restoring MP post | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 7, 2023 2:50 pm
  • Updated:August 7, 2023 2:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসদ পদ ফিরে পেয়েছেন। চারমাস পরে হাসিমুখে সংসদের অধিবেশনেও যোগ দিয়েছেন। তারপরেই টুইটারে নিজের বায়ো বদলে ফেললেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রসঙ্গত, ২ বছরের কারাদণ্ড পাওয়ার জেরে খারিজ হয়েছিল কংগ্রেস নেতার সাংসদ পদ। তারপরেই টুইটারের বায়ো পালটে দিয়েছিলেন তিনি। তবে চারমাস পরে ফের নতুন করে টুইটারে নিজের পরিচয় লিখলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

সোমবার সকালেই লোকসভার (Loksabha) সচিবালয় জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতেই রাহুল গান্ধীকে সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। তারপরেই বাদল অধিবেশনে (Parliament Monsoon Session) যোগ দিতে সংসদ ভবনে পৌঁছন রাহুল। সঙ্গে ছিলেন তাঁর মা সোনিয়া গান্ধীও। গাড়ি থেকে নেমে হাসিমুখে সাংবাদিকদের দিকে হাত নাড়েন তিনি। তবে কোনও কথা বলতে চাননি। তারপরেই দেখা যায়, টুইটারের বায়ো পালটে ফেলেছেন ওয়ানড়ের (Wayanad) কংগ্রেস সাংসদ। প্রসঙ্গত, পদ খারিজ হওয়ার পরে তাঁর বায়োতে লেখা ছিল, “ডিস’কোয়ালিফায়েড সাংসদ”।

Advertisement

[আরও পড়ুন: মার্কিন মুলুকে অব্যাহত মেসি ম্যাজিক, চোখ ধাঁধানো ফ্রি-কিকে বাঁচালেন ইন্টার মায়ামিকে]

তবে সোমবার নিজের বায়ো পালটে রাহুল লেখেন, “রাহুল গান্ধীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট। ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য ও সাংসদ। অন্যদিকে, রাহুলের সাংসদ পদ ফেরতের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন কংগ্রেস নেতা-কর্মীরা। সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) টুইট করে বলেন, “এই সিদ্ধান্তে স্বস্তি পাবেন ওয়ানড়ের সাধারণ মানুষ। আর যে ক’টা দিন বিজেপি ও মোদি সরকার ক্ষমতায় রয়েছে, তাদের উচিত বিরোধী নেতাদের হেনস্তা না করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা।”

প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই লোকসভায় মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনা শুরু হবে। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, অনাস্থা প্রস্তাবের আলোচনায় অন্যতম প্রধান বক্তাদের তালিকায় রাখা হবে রাহুল গান্ধীকে। তবে সরকারিভাবে এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সোমবার দুপুর ১২টা নাগাদ সংসদে পৌঁছন রাহুল। কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের নেতারা অভ্যর্থনা জানান তাঁকে। গান্ধীমূর্তির পাদদেশে শ্রদ্ধা নিবেদন করে সংসদে প্রবেশ করেন রাহুল।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি: চাপ দিয়ে মিথ্যে বলাচ্ছে ইডি! প্রমাণ খামবন্দি করে আদালতে হাজির কুন্তল ঘোষ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement