সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যমুনার জল পান করুন, তারপর হাসপাতালে দেখা হবে। দিল্লির দূষণ নিয়ে এভাবেই অরবিন্দ কেজরিওয়ালকে তোপ দাগলেন রাহুল গান্ধী। যমুনার দূষিত জল বোতলে ভরে আপ সুপ্রিমোকে চ্যালেঞ্জ করলেন লোকসভার বিরোধী দলনেতা। উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে যমুনা নদীর দূষণ নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।
কেজরিওয়াল দাবি করেছেন দিল্লিকে বদনাম করতে যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা। তার জেরে হরিয়ানা হাই কোর্টের নোটিসও পেতে হয়েছে তাঁকে। কিন্তু এই ইস্যুতে ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গী আপের পাশে দাঁড়ায়নি কংগ্রেস। দিনকয়েক আগে রাহুল বলেছিলেন, “পাঁচ বছর আগে কেজরিওয়াল বলেছিলেন তিনি যমুনায় স্নান করে যমুনার জল পান করবেন। পাঁচ বছর তো হল। এখনও কেজরিওয়াল যমুনার জলে স্নান করেননি। সাধারণ মানুষকে দূষিত জল খেতে হচ্ছে। আর কেজরিওয়ালজি শিশমহলে থাকেন। কোটি কোটি টাকার বাড়িতে বাস করেন।” উল্লেখ্য, আপকে আক্রমণ করতে এই ধরনের মন্তব্য শোনা যায় বিজেপি নেতাদের মুখে।
নির্বাচনের আগে জনসভা করতে গিয়ে যমুনা দূষণ ইস্যুতে আরও একবার কেজরিকে তোপ দাগলেন রাহুল। বক্তৃতা দেওয়ার সময়ে বোতলে করে দূষিত জল নিয়ে মঞ্চে উঠেছিলেন। ভাষণ দিতে গিয়ে সাফ বললেন, “অরবিন্দ কেজরিওয়াল কথা দিয়েছিলেন, নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়বেন, দুর্নীতি ঘোচাবেন। ৫ বছরের মধ্যে যমুনা নদী পরিষ্কার সেখানে ডুব দেবেন। কিন্তু যমুনা এখনও দূষিত। আমি বলছি, যমুনা নদী থেকে এক ঢোঁক জল পান করুন কেজরিওয়াল। তারপরেই হাসপাতালে দেখা হবে।”
एक तरफ़ दिल्ली के ग़रीब लोग गंदा पानी पीने को मजबूर हैं।
दूसरी तरफ़ झूठे वादे करके सत्ता में आए केजरीवाल जी शीश महल में बैठकर अपनी टीम के साथ करोड़ों का भ्रष्टाचार करते हैं। pic.twitter.com/Cjdolt71Vg
— Rahul Gandhi (@RahulGandhi) February 2, 2025
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে যমুনা দূষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কেজরি। দাবি করেন, যমুনার জলে বিষ মেশাচ্ছে প্রতিবেশী হরিয়ানা। তার পালটা দিয়ে যমুনার জল পান করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সাইনি। নির্বাচন কমিশন, হরিয়ানা হাই কোর্ট নোটিস পাঠায় কেজরিকে। সবমিলিয়ে, যমুনা নিয়ে নাটকের অন্ত নেই রাজধানীতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.